মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টেকনো স্পার্ক ২০: সাশ্রয়ী দামের ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

tecno

প্রযুক্তি উৎসাহীদের বাজেটটি নিয়ে ভাবনার অবসান করতে বাজারে এলো টেকনোর সর্বশেষ সংযোজন স্পার্ক ২০। সাশ্রয়ী স্মার্টফোন হিসেবে সকল প্রয়োজনীয় ফিচারের সমাধান এই ডিভাইসটি। এটি আড়ম্বরপূর্ণ বাহ্যিক লুক, কর্মক্ষমতা, ফটোগ্রাফি এবং ব্যাটারির স্থায়িত্বের একটি শক্তিশালী সংমিশ্রণ। স্পার্ক ২০ এমন একটি ডিভাইস যা আপনার ‘অর্থের মূল্য’ নিশ্চিত করবে। 

এতে ব্যবহার করা হয়েছে হেলিও জি৮৫ চিপসেট এবং অক্টাকোর প্রসেসর। যা সহজে মাল্টিটাস্কিং এবং গেমিং পরিচালনা করে, অ্যাপসগুলো জাগলিং করার সময় বা চাহিদাপূর্ণ অনুভূতি অন্বেষণ করার সময় একটি ল্যাগ-মুক্ত অভিজ্ঞতা নিশ্চিত করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সহজে ভাঙবে না অনারের এক্স৯বি ফোন

১৬ জিবি র‌্যাম (৮ জিবি+৮ জিবি এক্সটেন্ডেড) অনেক অ্যাপস খোলা থাকা সত্ত্বেও নিঁখুত অপারেটিং নিশ্চিত করে। প্রসারণযোগ্য ২৫৬ জিবি স্টোরেজ যোগান দেবে আপনার সমস্ত চাহিদার। 

Photo_1

ফোনটির শ্বাসরুদ্ধকর এইচডি+ রেজুলেশন এবং ৯০ হার্ডজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চি আইডিএস এলসিডি ডিসপ্লে মুভি, গেম এবং এমনকি দৈনন্দিন সকল কাজ উপভোগ আনন্দদায়ক করে তুলবে। চোখে দেবে শান্তির পরশ। 


বিজ্ঞাপন


ফোনটিতে আছে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সরযুক্ত ক্যামেরা। যা দিয়ে যেকোন আলোতে চমৎকার ফটো তোলা যাবে। সেলফি তোলার জন্য আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Photo_2

ফোনটি অন্যান্য ফিচারও চমৎকার। অত্যাধুনিক প্রযুক্তিকে সবার জন্য সহজলভ্য করতে ব্র্যান্ডের অঙ্গীকারের প্রমাণ এই টেকনো স্পার্ক ২০।  এমনটাই দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠান।

বাংলাদেশের বাজারে এই ফোনের দাম ১৭ হাজার টাকার মধ্যে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর