স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৩, ০৭:২৯ এএম
চলতি মৌসুমে লা লিগায় শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে এ ম্যাচটি কার্লো আনচেলত্তির দলের জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ। এরই ধারাবাহিকতায় ম্যাচের শুরুতে বার্সার ভুলে এগিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি লস ব্লাঙ্কোসদের। ক্যাম্প ন্যুর প্রায় ৯০ হাজার দর্শককে উল্লাসে মাতিয়ে ২-১ গোলের নাটকীয় জয়ে শিরোপায় এক হাত দিয়ে রাখল জাভি হার্নান্দেজের বার্সেলোনা।
বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রোববার রাতে লা লিগার এই হাইভোল্টেজ ম্যাচে রোনাল্ড আরাউহোর আত্মঘাতী গোলে শুরুতেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এরপর প্রথমার্ধের শেষ মুহুর্তে দলকে সমতায় ফেরান সার্জিও রবার্তো। আর সবশেষ এই স্প্যানিশ তারকার বদলি হিসেবে নামা ফ্রাঙ্ক কেসির অন্তিম সময়ের গোলই নিশ্চিত করে বার্সার ২-১ ব্যবধানের মহাগুরুত্বপূর্ণ এক জয়।
আরও পড়ুন- বিশ্বকাপ মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

এদিকে ম্যাচের শুরুটা দেখেশুনেই করেছিল বার্সেলোনা। প্রথম কয়েক মিনিটের মধ্যেই রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ব্যস্ত করে ফেলেন স্বাগতিক ফুটবলাররা। তবে কোর্তোয়া বেশ ভালোভাবেই সব আক্রমণ সামলে নিয়েছেন। তবে এর মধ্যেই গোল হজম করে বসে জাভির দল।
স্বাগতিকদের বক্সের ভেতর ঢুকে বাঁ পাশ থেকে এদুয়ার্দো কামাভিঙ্গা বল বাড়ান ভিনিসিয়াস জুনিয়রের দিকে। সেই বলে ভিনিসিয়াস শট চালালে বার্সার রাইট ব্যাক রোনাল্ড আরাউহোর গায়ে লেগে জালের দেখা পায়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
আরও পড়ুন- আইপিএলে এবারও থাকছে কোভিড বিধিনিষেধ
আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। এর মধ্যেই খেলার ৩২তম মিনিটে আন্দ্রেয়াস ক্রিস্টিনসেন ও ৩৪তম মিনিটে রাফিনিয়ার দুটি ভালো চেষ্টা ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক। তবে বিরতিতে যাওয়ার আগে হতাশ হতে হয়নি বার্সার। ৪৫তম মিনিটে রিয়াল মাদ্রিদের ডি-বক্সে জটলার মধ্যে বার্সার একাধিক শট ফিরে আসার পর সার্জিও রবার্তোর পায়ে যায় বল। সবশেষ সেই বল লক্ষ্যভেদ খুঁজে পায়। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরেই ভালো একটি সুযোগ তৈরি করেন ভিনিসিয়াস। ৪৭তম মিনিটে এই ব্রাজিলিয়ান তার গতি ও পায়ের কারিকুরিতে আরাউহোকে পেছনে ফেলে এগিয়ে গিয়ে বাইলাইন থেকে কাটব্যাক করেন ফেদে ভালভেরদেকে। তবে অরক্ষিত ভালভেরদে সেই বল জাল খুঁজে পাননি।
আরও পড়ুন- সাকিবের ‘দুবাই’ বিতর্ক নিয়ে যা বললেন বিসিবি
এরপর দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কেউ। সবশেষ খেলার যোগ করা সময়ে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। শেষ পর্যন্ত এই ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালান জায়ান্টরা।
বার্সার অসাধারণ এই জয়ে লা লিগার শিরোপার লড়াই প্রায় শেষ বলা চলে। কারণ বার্সা ইতোমধ্যে রিয়াল থেকে ১২ পয়েন্ট এগিয়ে। আর বাকি ম্যাচগুলো থেকে ১২ পয়েন্ট ব্যবধান কমিয়ে জাভির দলকে ছাড়িয়ে যাওয়া লস ব্লাঙ্কোসদের জন্য স্বভাবতই অসম্ভব।
এফএইচ