images

ফুটবল

‘ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন তা আমি নিশ্চিত ছিলাম’

স্পোর্টস ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৫ পিএম

লিওনেল মেসি তার পুরো ক্যারিয়ার জুড়ে একমাত্র বিশ্বকাপের সোনালী ট্রফি বাদে সকল ট্রফিই নিজের ঝুলিতে পুড়েছিলেন। কাতারে এসে সেই অধরা শিরোপাতেও নিজের নাম লেখালেন রোজারিও থেকে উঠে আসা ৩৫ বছর বয়সী ক্ষুদে জাদুকর। বিশ্বজয়ের পর কেটে গেছে প্রায় দেড় মাস। তারপরও সেই স্মৃতি এখনো টাটকা মেসির কাছে। এদিকে বিশ্বকাপের পর গত সোমবার নীরবতা ভেঙেছেন এলএমটেন, দিয়েছেন প্রথম সাক্ষাৎকার। তিনি জানালেন, কীভাবে অনুভব করেছিলেন যে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয় ঈশ্বরের ইচ্ছা ছিল। 

মেসি বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম যে ঈশ্বর আমাকে একটি বিশ্বকাপ উপহার দেবেন। কেন জানি না, তবে আমি এটি সম্পর্কে দৃঢ়ভাবে আমি অনুভব করেছিলাম ও ঈশ্বর যে আমাকে একটি সেরা মুহূর্তের উপহার দিবেন তার অনুভব করছিলাম।’

আরও পড়ুন-নেপালকে হারিয়ে সাফ শুরু বাংলাদেশের  

ফ্রান্সের বিপক্ষে ফাইনালে নির্ধারিত সময়ের শেষে উভয় পক্ষের ব্যবধান ৩-৩ গোলে সমতা হওয়ায়, খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে আর্জেন্টিনার পক্ষে শেষ ও জয়সূচক শটটি নিতে আসেন রাইট ব্যাক গঞ্জালো মন্টিয়েলের থেকে। সেই সময় মেসি কেমন অনুভব করছিলেন তা প্রকাশ করে মেসি বলেন, ‘আমি শুধু বারবার ঈশ্বরের কাছে অনুরোধ করছিলাম ক্যাচেটি (মন্টিয়েল) যেন গোলটি করতে পারে ও সবকিছু যেন ভালোভাবে শেষ হয়।’ 

যদিও আর্জেন্টিনার জন্য কাতার বিশ্বকাপ একটি বড়সড় হোঁচট দিয়ে শুরু হয়েছিল। নিজেদের গ্রুপ পর্বের প্রথম খেলায় তারা সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে পরাজয়ের শিকার হয়। যার কারনে তারা গ্রুপ পর্বের পরই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঝুঁকিতে ছিল।

আরও পড়ুন-২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি!

এ বিষয়ে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর বলেন, ‘অবশ্যই প্রথমদিকে আমি খুব ভয় পেয়েছিলাম। কারণ ঐ খেলাটি একেবারেই আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। কিন্তু মেক্সিকোর বিরুদ্ধে আমরা যেভাবে খেলে জিতেছি ঐ ম্যাচের পরই বিশ্বকে আমাদের সকল শক্তি দেখানো হয়ে গিয়েছিল। তারপর থেকে সবকিছু আমদের প্রত্যাশা অনুযায়ীই হয়েছে। তবে এটা অবশ্যই আমাদের স্বীকার করে নিতে হবে সৌদি আরবের বিপক্ষে খেলাটি ছিল আমাদের ইতিহাসে খেলা সবচেয়ে খারাপ খেলাগুলির একটি।’

আরও পড়ুন-বিশ্বকাপের জন্য বোলিং কোচের চুক্তি বাড়াল বিসিবি

মেসি ক্লাব ফুটবলের মতো জাতীয় দলে পারফর্ম না করতে পারার জন্য সমালোচিত হতেন। তবে কাতার বিশ্বকাপের জয়ের মাধ্যমে তিনি তার সমালোচনাকারীদের ভুল প্রমাণ করে দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন আমিও স্বগৌরবের সাথে বলতে পারি যে আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আমি একজন বিশ্বচ্যাম্পিয়ন। আর এইটা হতেই আমি আমার পুরো ক্যারিয়ার জুড়ে চেয়েছিলাম। এই সম্মানটা অনন্য একটি শক্তি। এখন আমি বলতেই পারি যে, আমি আমার ক্যারিয়ারে সবকিছু জিতেছি ও এটা এখন সত্যি।’ 

এসসিএন/এসটি