বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বকাপের জন্য বোলিং কোচের চুক্তি বাড়াল বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৬ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপের জন্য বোলিং কোচের চুক্তি বাড়াল বিসিবি

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেব রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রেখে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

এদিকে টাইগারদের  রাসেল ডোমিঙ্গো অধ্যায় শেষ হলে, সাকিব-তামিমদের প্রধান কোচের হিসেবে চন্ডিকা হাথুরুসিংহেকে আবারও নিয়োগ দিয়েছে বিসিবি। লঙ্কান এই কোচ বাংলাদেশ শিবিরে আসায় কোচিং স্টাফে রদবদলের ইঙ্গিত দিয়েছিল বোর্ড।  


বিজ্ঞাপন


কিন্তু জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকে জাতীয় দল থেকে সরিয়ে ‘এ’ দলের সঙ্গে যুক্ত করা হলেও পেস বোলিং কোচ ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রেখে দিয়েছে। শুক্রবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস এই তথ্য নিশ্চিত করেন।  

 

চলতি মাসের শেষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে ইংল্যান্ড। এটিকে সামনে রেখে ২২ ফেব্রুয়ারির মধ্যেই বিদেশি কোচরা ঢাকায় এসে জড়ো হবেন আশা করছেন বিসিবি। ফলে ওয়ার্ক পারমিট ভিসা পেলে চলতি মাসে আবারও ফিরছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি পেস বোলার ডোনাল্ড।

‘সাদা বিদ্যুৎ’খ্যাত এই ফাস্ট বোলার দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২ টেস্টে ২২.২৫ গড়ে উইকেট পান ৩৩০ টি। নিজের দেশ দক্ষিণ আফ্রিকা দলেও বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেইসাথে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দলের খণ্ডকালীন দায়িত্ব পালন করেছেন।


বিজ্ঞাপন


এসটি          

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর