images

ফুটবল

ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ এএম

প্রথম লেগে বড় জয়ে কাজ অনেকটাই এগিয়ে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে ফিরতি লেগেও নটিংহ্যাম ফরেস্টকে হারিয়েছে রেড ডেভিলসরা। দলটির এবারের জয় এসেছে ২-০ গোলে। প্রথম লেগে নটিংহ্যামের মাঠে ৩-০ ব্যবধানে জিতেছিল ম্যানইউ। তাই দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের ব্যবধানে এগিয়ে রেড ডেভিলসরা উঠে গেল শিরোপা লড়াইয়ের মঞ্চে।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী ২৬ ফেব্রুয়ারি লিগ কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে শিরোপা নির্ধারণী ম্যাচে রেড ডেভিলসদের মুখোমুখি হবে নিউক্যাসেল ইউনাইটেড। এর আগে নিউক্যাসেল সবশেষ ৫৪ বছর আগে বড় কোনো ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল। অন্যদিকে অর্ধযুগের অপেক্ষা ম্যানচেস্টার ইউনাইটেডের।

আরও পড়ুন- অবসরের ইঙ্গিত মেসির

এদিকে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ইউনাইটেড। তবে প্রথমার্ধে ভালো কোনও সুযোগ তৈরি করতে পারেনি দলটি। অবশেষে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলায় ফিরতে মরিয়া হয়ে উঠে ম্যানইউ। এরপর খেলার ৭৩তম মিনিটে প্রথম গোলটি করে টেন হাগের দল। মার্কাস র‍্যাশফোর্ডের থেকে পাওয়া বল বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন চোট কাটিয়ে দলে ফেরা মার্সিয়াল।

আরও পড়ুন- মেসির নৈপুণ্যে জয়ে ফিরল পিএসজি

এর ঠিক তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে রেড ডেভিলসরা। ব্রুনো ফার্নান্দেসের ডান দিক থেকে নেওয়া দারুণ এক ক্রস যায় ইংলিশ ফরোয়ার্ড র‍্যাশফোর্ডের পায়ে। এরপর সেই বল দারুণ দক্ষতায় জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। সবশেষ আর কোনও দলই গোল করতে না পারায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেষ্টার ইউনাইটেড।

এফএইচ