স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৩, ০৬:১০ পিএম
গত বছরের জুনে দীর্ঘ ১২ বছর সম্পর্কের ইতি টানেন পপ গায়িকা শাকিরা ও সাবেক স্পেন ও বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে। বিচ্ছেদের ছয় মাস পেরিয়ে গেলেও পিকেকে নিয়ে এখনও ঠাট্টা-বিদ্রুপে মুখর শাকিরা। সম্প্রতি এই কলম্বিয়ান পপ তারকা তার নিজের প্রকাশিত একটি গানে সাবেক স্বামীকে ‘বিরূপভাবে’ সমালোচনা করেছেন।
দুইদিন আগে ইউটিউবে প্রকাশিত সেই গানে শাকিরা যে পিকেকেই বিদ্রূপ করেছেন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা- সমালোচনা। যেখানে বলা হয়েছে, ‘টুইঙ্গো গাড়ি (কম দামি গাড়ি) কেনার ক্ষমতা যার, সে নাকি ফেরারি (বিলাসবহুল গাড়ি) কিনতে এসেছে।’
গানটির আরেকটি লাইনে বলা হয়েছে, ‘ক্যাসিওর ঘড়ি (কম দামি) পরার সামর্থ্য নেই, সে কিনতে গিয়েছে রোলেক্স (মূল্যবান ঘড়ি)।’
আরও পড়ুন- অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলার মেয়েদের ইতিহাস
এর আগে এই দুই তারকার বিচ্ছেদের সংকেত প্রথম পাওয়া যায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। নেট দুনিয়ায় প্রায়ই একসঙ্গে উপস্থিত হতেন তারা। তবে গত বছরের মার্চের পর থেকে নেটিজেনরা আর একসঙ্গে দেখতে পাচ্ছিলেন না তাদের। সেখান থেকেই মূলত দুজনের আলাদা হওয়ার গুঞ্জন ছড়াতে থাকে। সবশেষ জুনে আলাদা হয়ে যান এই দুই তারকা।

২০১০ বিশ্বকাপের সময় দেখা হয় পিকে ও শাকিরার। সেই সময় থেকেই দুজনে চেনা জানার পর পিকের সঙ্গে ২০১১ সাল থেকে সম্পর্ক শুরু হয় শাকিরার। তাদের ঘরে দুইটি সন্তানও ছিল।
এদিকে ২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জেতেন পিকে। তাছাড়াও ২০১২ সালে ইউরো শিরোপার স্বাদ পান এই ডিফেন্ডার।
আরও পড়ুন- মেসিদের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা
ক্যারিয়ারের শুরুতে ২০০৪ সাল পর্যন্ত বার্সার যুব দলের হয়ে খেলেছিলেন পিকে। সেই বছরেই পাড়ি জমান ম্যানচেস্টার ইউনাইটেডে। চার বছর ইংলিশ ক্লাবটিতে খেলে পুনরায় ফেরেন বার্সা শিবিরে। বার্সার হয়ে খেলেছেন ৬০০-এর থেকে বেশি ম্যাচ। তার ঝুলিতে আছে আটটি লা লিগা, তিনটি চ্যাম্পিয়নস লিগ, সাতটি কোপা ডেল রের শিরোপা জেতার স্বাদ।
এফএইচ