দিদিয়ে দেশমের ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা জয়ের আনন্দটা তাই বাঁধভাঙাই ছিল আলবিসেলেস্তা শিবিরে। তবে বিশ্বকাপ জিতলেও ফিফার শাস্তির মুখে পড়তে যাচ্ছে লিওনেল মেসির দল। দলটির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে শুরু হয়েছে তদন্তও। যে অভিযোগের প্রমাণ মিললে বড় ধরণের শাস্তি পেতে পারে মার্টিনেজ-দিবালারা।
সম্প্রতি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) এক বিবৃতিতে জানিয়েছে, ফ্রান্সের বিপক্ষে ফাইনাল জেতার পর মেসিরা লুসাইল স্টেডিয়ামের বিভিন্ন ধরণের সম্পত্তি নষ্ট করেছেন। তারা আরও জানান, ট্রফি জয়ের পর আর্জেন্টিনা দলের যে জায়গায় সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল, সেখানে ব্যাপক ভাঙচুর হয়। যার মূলে নাকি রয়েছেন আলবিসেলেস্তাদের অধিনায়ক লিও মেসি। তার নেতৃত্বেই গোটা দল নাকি এই অপরাধে জড়িয়েছিল। বিশ্বকাপজয়ী দলের বিরুদ্ধে এমন সব অভিযোগ আসার পরপরই তদন্তের নির্দেশ দিয়েছে ফিফা।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ভারতের টেস্ট দলে চমক, ডাক পেলেন সূর্যকুমার

তাছাড়াও কাতারের ফাইনালে আর্জেন্টিনার জয়ের অন্যতম প্রধান কারিগর, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধেও ফিফার কাছে বেশকিছু অভিযোগ জমা পড়েছে। উল্লেখ্য, গোল্ডেন গ্লাভস জয়ের পর মাঠের মধ্যেই অশ্লীল ভঙ্গি থেকে শুরু করে ছাদখোলা বাসে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের পুতুল নিয়ে রসিকতায় অনেকের তোপের মুখে পড়েন এমি।
ফাইনালের এসব বিতর্কিত ঘটনা এরমধ্যেই আর্জেন্টাইন ফুটবল সংস্থাকে জানিয়ে দিয়েছে ফিফা। দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থার থেকে সহযোগিতাও চেয়েছে ফিফা। তবে মেসি-ডি মারিয়াদের বিরুদ্ধে তদন্তের কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
বিজ্ঞাপন
আরও পড়ুন- মেসি-রোনালদো মহারণের টিকিট মূল্য ২৭ কোটি
শুধু যে আর্জেন্টিনার বিরুদ্ধেই অভিযোগ টেনেছে ফিফা, এমন নয়। বিশ্বকাপে অংশ নেওয়া আরও তিনটি দেশ মেক্সিকো, সার্বিয়া ও ইকুয়েডরকেও জরিমানা করেছে ফিফা। সুইসদের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে বর্ণবাদের মন্তব্য করায় সার্বিয়ান সমর্থকদের শাস্তির মুখে পড়তে হচ্ছে। তাছাড়াও সে দেশের ফুটবল সংস্থাকে প্রায় ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এফএইচ

