স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৩, ০৩:২৯ পিএম
ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপজয়ী রোনালদো আবারও বিয়ের পিঁড়িতে বসছেন। দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে বাঁধতে যাচ্ছেন এই সেলেসাও কিংবদন্তি ফুটবলার। দেশটির মডেল সেলিনা লকসের সঙ্গে জুটি বাধার অপেক্ষায় ৪৬ বছর বয়সী রোনালদো।
ব্রাজিলিয়ান গণমাধ্যম ল্যান্সের বরাত দিয়ে জানা যায়, সাবেক ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের মাঠ কাঁপানো এই স্ট্রাইকার আট বছর প্রেমের পর সেলিনাকে বিয়ের প্রস্তাব দেন। যে প্রস্তাবে রাজি হতে কালবিলম্ব করেননি সেলিনা।
আরও পড়ুন- বিশ্বকাপ জয়ের মেডেল না দেখিয়ে পেলেকে স্মরণ করলেন মেসি

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোনালদোর বিয়ের প্রস্তাব দেওয়ার খবর জানান সেলিনা। রোনালদোর সঙ্গে ছবি পোস্ট করে সেলিনা লিখেছেন, ‘হ্যাঁ। আমি রাজি। তোমাকে চিরদিনের জন্য ভালোবাসি।’ যে পোস্টের জবাবে রোনালদো লিখেছেন, ‘তোমাকেও ভালোবাসি।’
সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো এর আগেও তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন। যেখানে রোনাল্ড, অ্যালেক্স, মারিয়া সোফিয়া ও মারিয়া এলিস নামে চারটি সন্তান রয়েছে তার। এর আগে ১৯৯৭ সালে ব্রাজিলিয়ান মডেল সুজানার প্রেমে পড়েন রোনালদো। বিয়ে না করলেও ১৯৯৯ সাল পর্যন্ত মিলানে এই দুইজন একসঙ্গে বসবাস করেন। সেই বছরেই বিচ্ছেদের পর সেলেসাও ফুটবলার ডমিনগুয়েজকে বিয়ে করেন রোনালদো। যে ঘরে এর পরের বছরেই রোনাল্ডের জন্ম হয়। ডমিনগুয়েজের সঙ্গে এই সংসার টিকেছিল চার বছর।

আরও পড়ুন- ছেলের খেলা দেখতে এসে পালালেন বেকহাম
এরপর ২০০৫ সালে ব্রাজিলিয়ান মডেল সিকারেল্লিকে বিয়ে করেন রোনালদো। এরপর বিয়েট্রিচকে বিয়ে করেন রোনালদো। সেই ঘরে জন্ম মারিয়া সোফিয়া ও মারিয়া এলিসের। অ্যালেক্সের জন্ম ২০০৫ সালে। সবশেষ ব্রাজিলিয়ান বডিবিল্ডার মিশেল উমেজুর সঙ্গে ২০০২ সালে টোকিওতে পরিচয় হয় রোনালদোর। তার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকা অবস্থাতেই ২০০৫ সালে অ্যালেক্সের বাবা হন রোনালদো।
এফএইচ