ব্রাজিলের কিংবদন্তি পেলের মৃত্যু পুরো ফুটবল বিশ্বে শোকের ছায়া বয়ে এনেছে। এই মহাতারকা চলে যাওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেছে। ফুটবল অঙ্গন থেকে ধরে পুরো বিশ্ব তাকে সম্মান জানাতে নিয়েছে অনেক উদ্যোগ। ফিফা সভাপতি তো ঘোষণাই দিয়েছেন সব দেশে পেলের নামে হবে স্টেডিয়াম। এদিকে ফুটবল রাজার মৃত্যুর পর তার স্মরণে নিজ ক্লাবের ম্যাচে ফিরে বিশ্বকাপের মেডেল নিয়ে উদযাপন করেননি মেসি।
বিশ্বকাপের ছুটি শেষে চলতি মাসের ৩ তারিখে প্যারিসে ফেরেন মেসি। দলে ফিরলেও মাঠে নামা হয়নি আর্জেন্টাইন তারকার। তবে বেশ কিছু দিন করেছেন ঐচ্ছিক অনুশীলন। ক্লাব লড়াইয়ে গতকাল মাঠের লড়াইয়ে অঁজের বিপক্ষে এক গোল এবং এক অ্যাসিস্টে পুরো দিনটাই নিজের করে নিয়েছে সদ্য বিশ্বকাপ জয়ী দলের এই অধিনায়ক।
বিজ্ঞাপন
ক্লাবে ফেরার প্রথম ম্যাচে আর্জেন্টিনা দলের বাকি সব সদস্য যেখানে নিজেদের মেডেল নিয়ে উদযাপন করেছেন, সেখানে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম তারকা এদিন শ্রদ্ধাভরে স্মরণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। অনুশীলনে তার গায়ে ছিল ‘অমর পেলে’ লেখা সাদা একটি টি-শার্ট।
যদিও মেসি একা সাদা টি-শার্টে অনুশীলন করেননি, দলের সবাই মিলে এই টি-শার্টে অনুশীলন করেছেন। তবে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ জিতে মেসির যেখানে উদযাপনে মুখর থাকার কথা ছিল, সেখানে পেলেকে এমন শ্রদ্ধা মুগ্ধ করেছে গ্যালারিতে থাকা ভক্ত সমর্থকদের। এখানেই শেষ নয়, মেসির ফেরার ম্যাচে প্রয়াত পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে শুর হয় ম্যাচটি।
এমএম/এসটি

