images

ফুটবল

রোমাঞ্চকর লড়াইয়ে কষ্টার্জিত জয় ম্যান সিটির

স্পোর্টস ডেস্ক

০৬ জানুয়ারি ২০২৩, ০৭:৫২ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রথমার্ধে বর্তমান চ্যাম্পিয়নদের খুঁজে পাওয়া না গেলেও, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সফরকারী সিটিজেনরা। শেষ পর্যন্ত বদলি নামা রিয়াদ মাহরেজের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।

চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বৃহস্পতিবার রাতের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামে এই দুই দল। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। খেলার পঞ্চম মিনিটেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পরে মাঠ ছাড়েন রাহিম স্টার্লিং। তার পরিবর্তে নামেন এমেরিক অবামেয়াং।

এরপর ম্যাচের ১৬তম মিনিটে লিড নেওয়ার সুযোগ পায় চেলসি। তবে হার্ভাটজের থেকে পাওয়া বল ক্রিস্টিয়ান পুলিসিস লক্ষ্যভেদ করতে পারেননি। বক্সের ভেতর দারুণ ট্যাকেলে সেই যাত্রায় দলকে রক্ষা করেন ম্যান সিটি ডিফেন্ডার জন স্টোনস। এর কিছু সময় পরেই মাঠ ছাড়তে হয় পুলিসিসকে। এতে প্রথমার্ধেই গুরুত্বপূর্ন দুই উইঙ্গারকে হারিয়ে ব্যাকফুটে পড়ে যায় স্বাগতিকরা।

আরও পড়ুন- বিশ্বকাপ শেষে ছিটকে গেলেন মেসি-নেইমার

খেলার ৪৪তম মিনিটে প্রায় এগিয়েই যাচ্ছিল চেলসি। তবে চুকওয়েমেকার শট গোল বারে লেগে ফিরে আসায় লিড নিতে পারেনি স্বাগতিকরা। এরপর আর কেউই গোল করতে না পারায় গোলশুন্য ড্র নিয়ে বিরতিতে যেতে হয় দুই দলকে।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বরূপে ফিরে সফরকারী ম্যান সিটি। দ্রুত আক্রমণে ব্যস্ত করে তুলে দ্যা ব্লুজদের রক্ষণকে। ৪৮ ও ৫০ তম মিনিটে ভালো দুইটি সুযোগ তৈরি করে সিটিজেনরা। তবে সে যাত্রায় দলকে লিড এনে দিতে পারেননি সিটির ফুটবলাররা। এরপর ম্যাচের ৫৯তম মিনিটে ডি ব্রুইনের জোরালো শটও খুঁজে পায়নি লক্ষ্য। তবে সিটির মুহুর্মুহু আক্রমণের বিপরীতে সমানে সমান আক্রমণ করতে থাকে স্বাগতিক চেলসি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না গ্রাহাম পোর্টার শিষ্যরা।

আরও পড়ুন- একাধিক নারীর সঙ্গে রাত কাটাতেন পেলে, ভুলে যেতেন সন্তানদের নাম!

এর কিছুক্ষণ পরেই প্রবল আক্রমণের ফল পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। ৬৩তম মিনিটে বদলি নামা গ্রিলিশের দারুণ ক্রসে আলতো টোকায় জাল খুঁজে নেন আরেক বদলি ফুটবলার রিয়াদ মাহরেজ। ৭৩ তম মিনিটে আবারও লিড নেওয়ার সুযোগ পায় সিটিজেনরা। তবে ডি ব্রুইনের ক্রস থেকে পাওয়া বলে পা ছোঁয়াতে পারেননি হল্যান্ড। এরপর আর কোনও দলই গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী ম্যানচেস্টার সিটি।

এই জয়ে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে দাঁড়িয়ে ম্যান সিটি। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে চেলসি।

এফএইচ