images

ফুটবল

মেসিদের বরণ অনুষ্ঠানে সংঘর্ষ, নিহত ১

স্পোর্টস ডেস্ক

২২ ডিসেম্বর ২০২২, ০৭:৫৪ এএম

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতে মঙ্গলবার ভোরে দেশে ফিরে আর্জেন্টিনা দল। বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরত মেসিদের বরণ করতে দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে আসা আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত হয়েছেন ও অসংখ্য আহত হয়েছেন। 

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এর এক প্রতিবেদনে বলা হয়, মেসিদের বরণ করতে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হয়। সেই সময় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে গ্রেফতারের কথা জানায় আর্জেন্টাইন পুলিশ।

আরও পড়ুন- ‘ম্যারাডোনা স্বর্গ থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন’

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে বুয়েন্স আয়ার্সের ঐতিহাসিক ওবেলিস্ক স্মৃতিস্তম্ভে ব্যারিকেড ভেঙে ওপরে উঠে যান মেসিদের বরণ করতে আসা আর্জেন্টাইন সমর্থকরা। পুলিশ তাদের সরাতে গেলে সংঘর্ষের ঘটনা বাধে।

তাছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের কথা জানা যায়। বিভিন্ন জায়গায় টায়ার পুড়িয়ে, ট্রাফিক লাইট ও ল্যাম্প পোস্ট ভেঙে প্রতিক্রিয়া জানান মেসির ক্ষুব্ধ সমর্থকরা।

এফএইচ