স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২২, ০৪:৫২ পিএম
নিজের শেষ বিশ্বকাপের শুরুটা দারুণ হল লিওনেল মেসির। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তার গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে খেলতে নেমে ম্যাচের দশম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন পিএসজি তারকা।
কাতারের লুসাইল স্টেডিয়ামে বিকেল ৪টায় গ্রুপ ‘সি’ এর প্রথম ম্যাচে মাঠে নামে এই দুই দল। ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে প্রথম একাদশ নিয়ে মাঠে নামে লিওনেল স্ক্যালোনির দল। অপরদিকে মেসি-ডি মারিয়াদের আক্রমণ ঠেকাতে প্রথম থেকেই রক্ষণাত্মক একাদশের ফরমেশন সাজিয়েছেন সৌদি কোচ হার্ব রেনার্ড।
আরও পড়ুন- অফসাইডে বাতিল আর্জেন্টিনার তিন গোল
ম্যাচের অষ্টম মিনিটে কর্ণার পায় কোপা চ্যাম্পিয়নরা। তবে কর্ণার শট নেওয়ার পরই খেলা থামিয়ে দেন রেফারি। সঙ্গে সঙ্গে ‘ভিআর’ চেকের মাধ্যমে দেখা যায় ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হয়েছেন পারেদেস। এতেই পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা।
— ESPN FC (@ESPNFC) November 22, 2022
তবে প্রথমার্ধে আরো তিনটি গোলের দেখা পেলেও অফসাইডের খাড়ায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তিনটি গোলই বাতিল হয়ে যায়।
এফএইচ