images

ক্রিকেট

জেনে নিন আসন্ন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন কারা?

স্পোর্টস ডেস্ক

৩০ মার্চ ২০২৩, ০৯:০০ এএম

ক্রিকেট দুনিয়ার সবচেয়ে দামি প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর পথচলা শুরু ২০০৮ সালে। বিশ্বের প্রায় সব ক্রিকেটারই মুখিয়ে থাকেন এই আসরে নিজেদেরকে মেলে ধরার।

দীর্ঘ তিন বছর পর আবারও হোম-অ্যাওয়ে ফরম্যাটে ফিরতে যাওয়া এবারের আইপিএলের পর্দা উঠবে আগামী ৩১ মার্চ। প্রতিটি দল তাদের ঘরের মাঠে প্রতিপক্ষের সঙ্গে একটি ম্যাচ খেলবে ও আরেকটি ম্যাচ সেই প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে খেলবে।

আরও পড়ুন- আইপিএলের মাঝপথে দল ছাড়তে পারেন যে ১৭ ক্রিকেটার

আহমেদাবাদের নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১ লক্ষ দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে আসরের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই নানা গুঞ্জন শুরু হয়েছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা যায়, জমকালো অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বলিউডের বেশ কয়েকজন তারকা। সেই তালিকায় রয়েছেন রাশ্মিকা মন্ধানা, ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফ, তামান্না ভাটিয়া। তাছাড়াও গান গাওয়ার কথা রয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং-এর। তবে এরই মধ্যে বলিউড তারকা তামান্না ভাটিয়ার নাম ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ৩১ মার্চ গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইপিএলের ১৬তম আসরের। এবারের আইপিএলেই খেলা হবে প্রতিযোগিতার ১০০০তম ম্যাচ। যে ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ৬ মে চেন্নাইয়ের সেই ম্যাচে মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মারা।

আরও পড়ুন- প্রিমিয়ার লিগের হল অব ফেমে দুই কিংবদন্তি কোচ

আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাঁচবারের মতো শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে চেন্নাই চ্যাম্পিয়ন হয়েছে চারবার। তাই এই দুই দলকে ১০০০তম ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইপিএলের ১৭তম আসর মোট ১২টি মাঠে অনুষ্ঠিত হবে। অর্থাৎ ১০ দলের ১০টি মাঠ ছাড়াও আরও ২টি মাঠ রয়েছে এবারের তালিকায়। ১২টি মাঠ হল আহমেদাবাদ, মোহালি, লক্ষ্ণৌ, হায়দারাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, জয়পুর, মুম্বাই, গুয়াহাটি ও ধর্মশালা। তিন বছর পর হোম ও অ্যাওয়েতে বিভক্ত হয়ে এবারের ম্যাচগুলো মাঠে গড়াবে।

এফএইচ