প্রিমিয়ার লিগের হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ও আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার।
ম্যানইউ ও আর্সেনালের এই সাবেক দুই কোচ প্রিমিয়ার লিগের ইতিহাসে দারুণ সব অর্জনের জন্য প্রিমিয়ার লিগের হল অব ফেমে জায়গা করে নিয়েছেন। দীর্ঘ ২৭ বছর ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখভাল করা স্যার অ্যালেক্স ফার্গুসন জিতেছেন ১৩টি প্রিমিয়ার লিগের শিরোপা। প্রিমিয়ার লিগের ইতিহাসে তার চেয়ে বেশি ট্রফি জয়ের স্বাদ পাননি অন্য কোনো কোচ। তাছাড়াও টানা তিন মৌসুমে শিরোপা জেতার কীর্তি আছে দুই বার।
বিজ্ঞাপন
আরও পড়ুন- আসন্ন আইপিএলের মাঝপথে দল ছাড়তে পারেন এই ১৭ ক্রিকেটার
— Manchester United (@ManUtd) March 29, 2023
অন্যদিকে ২২ বছর আর্সেনালকে কোচিং করানো আর্সেন ওয়েঙ্গার লিগ শিরোপা জিতেছেন তিনবার। এর মধ্যে ২০০৩-০৪ মৌসুমের পুরোটা সময় অপরাজিত থেকে আর্সেনালের শিরোপা জয় প্রিমিয়ার লিগের ইতিহাসে এক অনন্য কীর্তি।
উল্লেখ্য, ২০২১ সালে চালু হওয়ার পর প্রথম বছর প্রিমিয়ার লিগ হল অব ফেমে জায়গা করে নিয়েছিলেন ডেভিড বেকহাম, ডেনিস বার্গক্যাম্প, এরিক ক্যান্টোনা, থিয়েরি অঁরি, রয় কিন, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড ও অ্যালান শিয়ারার।
বিজ্ঞাপন
— Arsenal (@Arsenal) March 29, 2023
আরও পড়ুন- তৃতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের একাদশে আসছে পরিবর্তন!
এরপর ২০২২ সালে হল অব ফেমে জায়গা পান সার্জিও আগুয়েরো, দিদিয়ে দ্রগবা, ভিনসেন্ট কোম্পানি, ওয়েইন রুনি, ইয়ান রাইট, পল স্কোলস, প্যাট্রিক ভিয়েরা, পিটার স্মাইকেল।
এফএইচ

