স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৩, ১১:৪৪ এএম
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচকে সামনে রেখে আজ অনুশীলনে নামে টাইগাররা। সকালের এই অনুশীলনে গা গরমের জন্য ফুটবল খেলার সময় চোখে আঘাত পান বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। চোট পাওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে স্টেডিয়াম থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মিরাজকে হাসপাতালে নেওয়ার পর সিটি স্ক্যান করানো হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে স্বস্তির খবর দিয়েছে চিকিৎসকরা। এখন তাকে নিয়ে যাওয়া হয়েছে চোখের চিকিৎসকের কাছে।
আরও পড়ুন- হঠাৎ সৌদিতে মেসির বাবা, কেন?

মিরাজের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘ওর (মিরাজের) চোখে ফুটবল লেগেছে। আমরা সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। দেখা যাক, চোখের চিকিৎসক কী বলেন।’
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গতকাল দলের সঙ্গে সিলেটে আসেন মিরাজ। গতকাল বিশ্রাম নিয়ে আজ সকালে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন এই অলরাউন্ডার। অনুশীলনে গা গরমের সময় ফুটবল খেলতে গিয়ে পেসার হাসান মাহমুদের মারা বলে আঘাত পান মিরাজ। এর পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
একনজরে দেখে নেওয়া যাক, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের সময়সূচী
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ওয়ানডে সময়সূচি
১৮মার্চ (প্রথম ওয়ানডে) বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (সিলেট)- সময় দুপুর ২টায়
২০মার্চ (দ্বিতীয় ওয়ানডে) বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (সিলেট)- সময় দুপুর ২টায়
২৩মার্চ (তৃতীয় ওয়ানডে) বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (সিলেট)-সময় দুপুর ২.৩০টায়
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সময়সূচি
২৭মার্চ (প্রথম টি-টোয়েন্টি) বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (চট্টগ্রাম)- সময় দুপুর ২.০০টা
২৯মার্চ (দ্বিতীয় টি-টোয়েন্টি) বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (চট্টগ্রাম)- সময় দুপুর ২.০০টা
৩১মার্চ (তৃতীয় টি-টোয়েন্টি) বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (চট্টগ্রাম)- সময় দুপুর ২.০টা
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সময়সূচি
৪-৮ এপ্রিল (একমাত্র টেস্ট) বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (মিরপুর)- সময় সকাল ১০টায়
এফএইচ