স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৩, ০৮:২৮ এএম
ঘরের মাঠে মার্চের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওডিআই ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে আসন্ন এই সিরিজের আগেই জাতীয় দলের হেড কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। টাইগারদের কোচ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন সাকিব-তামিমদের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ডিসেম্বরে ভারতের সঙ্গে সিরিজ শেষে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়ে দিয়েছিলেন, জাতীয় দলের কোচিং প্যানেলে বড়সড় রদবদল আসছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও জাতীয় দলের কোচিং স্টাফে রদবদলের আভাস দিয়েছিলেন। এরপরই নিজের ভবিষ্যতের কথা টের পেয়ে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন রাসেল ডমিঙ্গো।
আরও পড়ুন- গিলের ডাবল সেঞ্চুরির পর জরিমানার মুখে ভারত
ডমিঙ্গো বাংলাদেশের প্রধান কোচ থাকা অবস্থাতেই বিসিবি কোচ খুঁজছিল। সেই সময় একাধিক কোচের সঙ্গে আলোচনাও করা হয়। যে তালিকায় নাম ছিল বাংলাদেশের সাবেক কোচ শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে, দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার ও অস্ট্রেলিয়ার মাইক হাসি।
তবে টাইগার শিবিরে হাথুরুসিংহেকেই ফিরিয়ে আনতে বেশি আগ্রহী বিসিবি। কারণ, দায়িত্ব সচেতন ও কর্তৃত্বপরায়ন হাথুরুসিংহে ক্রিকেটারদের শক্ত হাতে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। তাছাড়াও সাকিব, তামিম, মিরাজদের বেশ ভালোভাবেই চেনা-জানা তার। তাই এই লঙ্কানকে আবারও প্রধান কোচের দায়িত্ব দিতে বেশ আগ্রহী বিসিবি।
আরও পড়ুন- ব্রাজিলের তারকা দানি আলভেজ গ্রেফতার
সম্প্রতি জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও জানিয়েছেন, হাথুরুসিংহে কোচ হয়ে আসলে বাংলাদেশ দলের জন্য বেশ ভালোই হবে। বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন জানান, ‘হাথুরুর বিষয়টা আমি এখনও নিশ্চিত করে বলতে পারব না। ও আসবে কী আসবে না এখনও তা অনিশ্চিত। তবে সে যদি আসে, অবশ্যই ভালো হবে। ও এখন হয়তো আরও বেশি পরিণত, যা অবশ্যই আমাদের কাজে লাগবে।’
ধারণা করা হচ্ছে, বিপিএল ঢাকায় ফিরলে বাংলাদেশে পা রাখতে পারেন হাথুরুসিংহে। এরপরই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে দুইপক্ষ।
এফএইচ