বিশ্বকাপে খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। তবে সেই ম্যাচে নেমেই গড়েছিলেন রেকর্ড। বিশ্বকাপ থেকে নিজ দেশ হতাশা নিয়ে বিদায় নেওয়ার পর আলোচনায় ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। কয়েক দিন আগে তার বিরুদ্ধে নাইটক্লাবে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাবেক এই তারকা এবার গ্রেফতার হয়েছেন।
আজ স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) সকালে তাকে বার্সেলোনায় গ্রেফতার করে পুলিশ। ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডার আজ বার্সেলোনার মোসোস ডি’এসকোয়াড্রা দে লেস কর্টস থানায় উপস্থিত হয়েছিলেন। মূলত মামলার শুনানির জন্য তিনি গিয়েছিলেন। সেখানেই তাকে গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
আলভেজ তার বিরুদ্ধে আনিত অভিযোগে বলেন, আমি সেই জায়গায় ছিলাম। আরও লোকের সঙ্গে নিজেও মুহূর্তটা উপভোগ করছিলাম। আমি কাউকে বিরক্ত না করে নাচছিলাম ও মুহূর্তটা উপভোগ করছিলাম।
— ESPN FC (@ESPNFC) January 20, 2023
তিনি আরও বলেন, আমি জানি না ওই মহিলা কে। আপনি একটি বাথরুমে পৌঁছেছেন এবং আপনাকে সেখানে কে আছে তা জিজ্ঞাসা করতে হবে না? আমি কখনো কারো জায়গায় গিয়ে বিরক্ত করিনি। আমি কীভাবে একটি মহিলা বা একটি মেয়ে সঙ্গে এটা করতে পারি?
আলভেজের জবাবদিহিতায় সন্তুষ্ট হননি বিচারক। তাই পরবর্তী শুনানি পর্যন্ত তাকে হাজতে প্রেরণ করে আদালত। গত বছরের ৩০ ডিসেম্বর এই ব্রাজিলিয়ানের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করা হয়।
বিজ্ঞাপন
এমএএম