স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৩, ০৮:৩৩ পিএম
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়েছে ভারতের ওপেনার গুভমন গিল। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন। এই ডানহাতি ব্যাটারের নৈপুণ্যে জয় পায় রোহিত শর্মার দল। তবে এরপরও যেন স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া। হায়দরাবাদের ম্যাচ জয়ের রেশ কাটতে না কাটতেই আইসিসির বড়সড় শাস্তির মুখে পড়ল বিরাট কোহলিরা।
প্রথম ওয়ানডেতে ম্যাচে নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি ভারত। সব দিক বিবেচনার পরেও ৩ ওভার পিছিয়ে ছিলেন রোহিত শর্মারা। ফলে ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৬০ শতাংশ করে জরিমানা করেছে।
>> আরও পড়ুন: নারীদের আইপিএলে ৮ বাংলাদেশি
আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি'র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের। এক্ষেত্রে দল ৩ ওভার পিছিয়ে থাকার জন্য ২০ শতাংশ হারে মোট ৬০ শতাংশ করে ম্যাচ ফি কাটা হয় রোহিতদের।
ফিল্ড আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ প্রথম ওয়ানডে ম্যাচে শেষে ভারতীয় দলকে এই শাস্তি প্রদান করেন। রোহিত অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
আগামীকাল রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে কিউইরা মুখোমুখি হবে ভারতের।
এমএএম/আইএইচ