রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

নারীদের আইপিএলে ৮ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

নারীদের আইপিএলে ৮ বাংলাদেশি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই ক্রিকেট বিশ্বের সবচেয়ে আসর। যেখানে খেলার স্বপ্ন থাকে সব ক্রিকেটারের। কেননা অল্প সময়ে কোটি টাকার সুযোগ সকলেই পেতে চায়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আয়োজিত হয়ে আসছে পুরুষদের আইপিএল। তবে এবার সব কিছুকে ছাপিয়ে বড় আকারে আয়োজিত হতে যাচ্ছে নারীদের আইপিএল।  

সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস আসন্ন আইপিএল খেলতে যাচ্ছেন। এবার তাদের পর নারীদের আইপিএলে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে টাইগ্রেসদের।


বিজ্ঞাপন


আরও পড়ুন- রেকর্ডবুকে সাকিব! 

নারী আইপিএলের নিলামে এবার বাংলাদেশের ৮ জন ক্রিকেটার থাকছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ক্রিকেটারদের নামের তালিকা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠানো হয়েছে।

নিলামের জন্য পাঠানো ৮ ক্রিকেটার হলেন: 

জাহানারা আলম,নিগার সুলতানা, সালমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদা আকতার, মারুফা আকতার, স্বর্ণা আকতার ও রিতুমনি।

আগামী ১১ ফেব্রুয়ারি উইমেন্স আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। 


বিজ্ঞাপন


এমএএম   

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর