স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২২, ০৫:৪৫ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ততা শুরু হতে যাচ্ছে। ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির এই টুর্নামেন্টের নবম আসর।
এদিকে বিপিএলের গত আসরের রানার্সআপ দল ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এবার দল গড়েছে। সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে ধরে রেখেছে দলটি। এর সঙ্গে স্কোয়াডে আছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তাছাড়াও বেশ কয়েকজন দেশি তরুণ ক্রিকেটারদের সঙ্গে বিদেশি কোটায় বরিশালের জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত ইফতেখার আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রাহকিম কর্নওয়ালদের মতো ক্রিকেটাররা।
সবশেষ আসরে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশাল শিরোপার খুব কাছে গেলেও উঁচু করে ধরতে পারেনি ট্রফিটা। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে। আসন্ন বিপিএলে তাই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আগের বার না হলেও এবার সাকিবের হাত ধরেই আক্ষেপ ঘোচাতে মরিয়া টিম বরিশাল।
সাকিব আল হাসানের পাশাপাশি অভিজ্ঞ মাহমুউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাছাড়াও ইবাদত হোসেন, খালেদ আহমেদ, এনামুল বিজয়কে দেখা যাবে বরিশাল শিবিরে। এরসঙ্গে আছেন কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, সানজামুল ইসলামের মতো ঘরোয়া ক্রিকেটাররা।
অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে প্রথম থেকেই দাপট দেখিয়েছে ফরচুন বরিশাল। ড্রাফটের মারপ্যাঁচে না যেয়ে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ইফতেখার আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, কুশল পেরেরা ও রাকিম কর্নওয়ালকে।
তাছাড়াও এবারের বিপিএলে দলের কোচিং প্যানেলেও পরিবর্তন এনেছে বরিশাল। গত আসরে দলটির হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন খালেদ মাহমুদ সুজন। তার পরিবর্তে এবার বরিশালের প্রধান কোচ অভিজ্ঞ নাজমুল আবেদীন ফাহিম। তার সহকারী হিসেবে থাকবেন মিজানুর রহমান বাবুল।
আরও পড়ুন- রোনালদোর নতুন ক্লাব আল নাসেরের জানা-অজানা নানা তথ্য
এদিকে ৬ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। তাছাড়াও সেদিনই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে তারা লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে।
এছাড়া নবম আসরে ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় চলবে প্রথম পর্বের খেলা। এরপর বিপিএলের দলগুলো পাড়ি জমাবে চট্টগ্রামে। দুইদিনের বিরতি দিয়ে ১৩ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। চট্টগ্রাম পর্ব শেষ হবে ২০ জানুয়ারি।
এফএইচ