স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৮ পিএম
টাইগারদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলতে গতকাল (শুক্রবার) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান জস বাটলার-মঈন আলিরা। একদিন বিশ্রাম করে আজ সকালে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে নেমেছেন ইংলিশ ক্রিকেটাররা।
আরও পড়ুন- জনপ্রিয় ফুটবল ক্লাবগুলোর ডাকনামের পেছনে লুকিয়ে থাকা রহস্য
দ্বিপাক্ষিক এই সফরে বাংলাদেশের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। আগামী ১ মার্চ থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর ৯ মার্চ থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।
একনজরে দেখে নেওয়া যাক, বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের সময়সূচী।
বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওয়ানডে সময়সূচি
১ মার্চ (প্রথম ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (মিরপুর)- সময় দুপুর ১২টা
৩ মার্চ (দ্বিতীয় ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (মিরপুর)- সময় দুপুর ১২টা
৬ মার্চ (তৃতীয় ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (চট্টগ্রাম)-সময় দুপুর ১২টা
বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সময়সূচি
৯ মার্চ (প্রথম টি-টোয়েন্টি) চট্টগ্রাম- সময় দুপুর ৩টা
১২ মার্চ (দ্বিতীয় টি-টোয়েন্টি) মিরপুর- সময় দুপুর ৩টা
১৪ মার্চ (তৃতীয় টি-টোয়েন্টি) মিরপুর- সময় দুপুর ৩টা
এফএইচ