images

স্পোর্টস / ক্রিকেট

এবারের আইপিএল নিলামে থাকছেন না যে ৫ তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

আইপিএল ২০২৬ এর আগে অনুষ্ঠিত হবে নিলাম। তবে এবার আর মেগা নিলাম হচ্ছে না, গত বছরই বড় পরিসরে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার তাই হচ্ছে মিনি অকশন, যা অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। মোট ১,৩৫৫ জন ক্রিকেটার নাম দিয়েছেন। কিন্তু জায়গা আছে মাত্র ৭৭টি! এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য আছে ৩১টি স্লট। ফলে ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই হবে বেশ তীব্রই।

এবারও ভালো অঙ্কের পার্স হাতে রয়েছে বেশ কিছু দলের। তাই উঠতি তারকার পাশাপাশি অভিজ্ঞ নামদের দিকেও চোখ থাকবে সবার। তবে কয়েকজন বড় বিদেশি তারকাকে পাওয়া যাবে না এবারের নিলামে।

আরও পড়ুন- আইপিএল মিনি নিলামে কোন দল কত টাকা খরচ করতে পারবে

আরও পড়ুন- আইপিএল নিয়ে ব্যঙ্গ করলেন ওয়াসিম আকরাম

আইপিএল ২০২৬ নিলামে নেই যে ৫ আন্তর্জাতিক তারকা-

১) গ্লেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবারের নিলামে নাম তোলেননি। ১৩ মৌসুমে ২,৮১৯ রান আর ৪১ উইকেট তার। আইপিএলে দারুণ এক ক্যারিয়ার ছিল তার। পাঞ্জাব কিংস তাকে ছেড়ে দেওয়ার পরই ম্যাক্সওয়েল সিদ্ধান্ত নেন ২০২৬ মৌসুমে খেলবেন না। তবে তিনি আইপিএল থেকে অবসর নেননি- শুধু এই বছরটি মিস করছেন।
তার না থাকা মানে আইপিএলে এক জমজমাট অধ্যায়ের সাময়িক অবসান।

২) আন্দ্রে রাসেল

ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার-হিটার আন্দ্রে রাসেল এবার আনুষ্ঠানিকভাবে আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
২০১৪ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন, তার আগেও খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। ব্যাটে ২,৬৫১ রান, বল হাতে ১২৩ উইকেট। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী অলরাউন্ডারদের একজন হয়েই বিদায় নিচ্ছেন তিনি।

৩) ফাফ ডু প্লেসি

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি ছিলেন নিলাম থেকে সরে দাঁড়ানো প্রথম বড় তারকা। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন আইপিএল ২০২৬ খেলবেন না, বরং খেলবেন পিএসএল ২০২৬। গত মৌসুমে তিনি খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

৪) মঈন আলি

ইংলিশ অলরাউন্ডার মঈন আলিও আট মৌসুম টানা খেলার পর এবার নিলাম থেকে সরে দাঁড়িয়েছেন। ডু প্লেসির মতো তিনিও মনোযোগ দিচ্ছেন পাকিস্তান সুপার লিগে। আইপিএলে ৭৩ ম্যাচে ১,১৬৭ রান ও ৪১ উইকেট- ধারাবাহিক পারফরম্যান্স ছিল তার।

৫) বেন স্টোকস

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে এবার চাইলেও পাওয়া যেত না। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, যারা একটি মৌসুম বাদ দেন, তারা পরের দুই নিলামে অংশ নিতে পারেন না- এই নিয়মটি আগের মেগা নিলামের সময়ই চালু করা হয়। ফলে স্টোকস ফিরে আসতে চাইলেও তিনি এ বছর নথিভুক্ত হতে পারেননি।