লর্ডসের মাঠে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৬ আসরকে সামনে রেখে আয়োজন করা হয় জমকালো রোডশো। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন কিংবদন্তি ওয়াসিম আকরাম, একটি হালকা-ফুলকা মন্তব্যে তিনি তুলনা টেনে বসেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে। এমনটায় জানায় এনডিটিভির এক প্রতিবেদনে।
দুই পর্বের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি, সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও রমিজ রাজা, পিএসএল সিইও সালমান নাসের, আর পরের সেশনে যোগ দেন বাবর আজম, হারিস রউফ ও সাহেবজাদা ফারহানসহ তারকা খেলোয়াড়রা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আকরাম মজা করে বলেন, আইপিএল নাকি “কখনোই শেষ হয় না”-“বাচ্চারা বড় হয়ে যায়, তবু ওই লিগ শেষ হয় না।” তিনি জানান, আইপিএলের দুই-আড়াই মাসের দীর্ঘ সময়ের তুলনায় পিএসএলের কমপ্যাক্ট এক মাসের মতো মেয়াদই লিগটিকে দ্রুতগতি ও উত্তেজনাপূর্ণ করে তোলে।
আকরামের ভাষায়, “পিএসএল মাত্র ৩৪-৩৫ দিনে শেষ হয়, এটাই সবচেয়ে ভালো দিক। বিদেশি খেলোয়াড়রাও ছোট সময়ের জন্য খেলতে পছন্দ করেন। দুই-তিন মাসের লিগ সবার জন্যই একটু বেশি হয়ে যায়।”
তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন বিগ ব্যাশ লিগের (বিবিএল) সময় কমিয়ে আনার সিদ্ধান্তকে, যা দেখায় ছোট টুর্নামেন্টই সফল। পাশাপাশি দাবি করেন, বিদেশি ক্রিকেটারদের চোখে পিএসএলের বোলিং মান বিশ্বের সেরা- “এখানে আছে ‘কোয়ালিটি, নট কোয়ান্টিটি’।”
তবে আকরাম স্বীকারও করেন, জনপ্রিয়তা ও পরিসরের দিক থেকে আইপিএল এখনো বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ; তার মতে পিএসএল দ্বিতীয় স্থানে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি জানান, তাদের লক্ষ্য পিএসএলকে বিশ্বের সেরা লিগে পরিণত করা। আর রমিজ রাজা বলেন, পিএসএল তরুণ পাকিস্তানি ক্রিকেটারদের আন্তর্জাতিক তারকাদের সঙ্গে খেলার অমূল্য সুযোগ করে দেয়।
লর্ডসে এই রোডশো আন্তর্জাতিক অঙ্গনে পিএসএলকে তুলে ধরতে সফল হয়েছে, যদিও আকরামের হাস্যরসাত্মক আইপিএল মন্তব্য কিছুটা হলেও আলোচনার দিক পরিবর্তন করে দেয়।

