images

স্পোর্টস / ক্রিকেট

চ্যাম্পিয়ন নারী দল বিশ্বকাপে কত টাকা পাবে, বাংলাদেশ পাচ্ছে কত

স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর ২০২৫, ১১:২২ এএম

মুম্বাইয়ের আজ (২ নভেম্বর) পর্দা নামছে ২০২৫ আইসিসি নারী বিশ্বকাপের। শিরোপার লড়াইয়ে মুখোমুখি স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলেরই সামনে প্রথমবার বিশ্বকাপ জয়ের সুযোগ। এদিকে ট্রফি জয়ের পাশাপাশি থাকছে মোটা অঙ্কের পুরস্কার। 

চ্যাম্পিয়ন দল পাবে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (প্রায় ৫৫ কোটি টাকা) আর রানার্সআপ দল পাবে এর অর্ধেক, অর্থাৎ ২২ লাখ ৪০ হাজার ডলার।

এবারের আসরে মোট ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার পুরস্কার অর্থ ঘোষণা করেছে আইসিসি, যা আগের নারী বিশ্বকাপের (২০২২) তুলনায় প্রায় চারগুণ বেশি। এমনকি ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপের মোট প্রাইজমানিও ছিল কম- মাত্র ১ কোটি ডলার।

পুরস্কার অর্থ তিন ভাগে ভাগ করা হয়েছে। অংশগ্রহণ, টুর্নামেন্টে অবস্থান, এবং জয়সংখ্যা অনুযায়ী।

বাংলাদেশের আয়

বাংলাদেশ দল এবারের আসরে সপ্তম স্থানে শেষ করেছে। তিনটি খাত মিলিয়ে তারা পাচ্ছে—

অংশগ্রহণ বাবদ: ২ লাখ ৫০ হাজার ডলার
সপ্তম অবস্থানের জন্য: ২ লাখ ৮০ হাজার ডলার
একটি জয়ের জন্য (পাকিস্তানের বিপক্ষে): ৩৪,৩১৪ ডলার

সব মিলিয়ে বাংলাদেশের মোট আয় ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার (১ ডলার = ১২২.৩২ টাকা) অনুযায়ী, টাকার অঙ্কে প্রায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।