images

স্পোর্টস / ক্রিকেট

মারধরের অভিযোগের ব্যাপারে এবার ভক্তদের যে অনুরোধ তাসকিনের

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই ২০২৫, ০৫:৩৯ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। টাইগারদের পেস ইউনিটের নেতা তিনি। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ২৭ জুলাই রাতে মিরপুর ১ নম্বর এলাকায় সনি সিনেমা হলের সামনে এক ব্যক্তিকে মারধর ও হুমকি দিয়েছেন তিনি।

জানা গেছে, বাদী সিফাতুর রহমান সৌরভ অভিযোগ করেন, তাসকিন তাকে ফোন করে ডেকে নেন এবং সেখানে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন। সেই সঙ্গে ভয়ভীতি ও হুমকিও দেন। ঘটনার পরপরই সৌরভ মিরপুর মডেল থানায় জিডি করেন। থানা সূত্র জানায়, তাসকিন ও সৌরভ আগে বন্ধু ছিলেন।

আরও পড়ুন- এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

আরও পড়ুন-জৌলুস ফেরাতে বিপিএলে আইপিএল-পিএসএলের প্রতিষ্ঠান

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি বাসা পরিবর্তন নিয়ে ব্যস্ত ছিলাম, কারও সঙ্গে কোনো মারামারি করিনি। তারা আমার নামে মিথ্যা জিডি করে আমাকে বিব্রত করার চেষ্টা করছে।’

আরও পড়ুন- মারধর ও হুমকির অভিযোগ নিয়ে মুখ খুললেন তাসকিন

এদিকে মারধরের অভিযোগ সামনে আসার পর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তাসকিন। সেখানে ভক্তদের প্রতি এক অনুরোধ জানিয়েছেন তিনি। তাসকিন লিখেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না।’

Screenshot_2025-07-28_174124

তিনি আরও লিখেন, ‘আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজববে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না।’

তাসকিন লিখেন, ‘যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। ((মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)) আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।’