বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সমালোচনা ও বিতর্কের মধ্যেও এই দর্শকনন্দিত ফ্র্যাঞ্চাইজি লিগকে নতুন আঙ্গিকে সাজাতে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিপিএলের মান উন্নয়ন ও জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। জানা যায়, বিপিএলের পার্টনার হিসেবে কাজ করতে আগ্রহ দেখিয়েছে পাঁচটি ফার্ম, যার মধ্যে চারটি আন্তর্জাতিক এবং একটি দেশীয় প্রতিষ্ঠান।
বিসিবি গত ২৬ জুলাই পর্যন্ত স্ট্র্যাটেজিক মার্কেটিং, ব্র্যান্ডিং ও কমার্শিয়াল এডভাইজরি সার্ভিসের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) চেয়েছিল। এতে আগ্রহী ফার্মগুলোর মধ্যে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ও লিজেন্ডস লিগের মতো প্রতিষ্ঠিত টুর্নামেন্টে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
বিজ্ঞাপন
বিপিএলের এ পর্যন্ত ১১টি আসর অনুষ্ঠিত হয়েছে। শুরুর দিকে ব্যবস্থাপনা সন্তোষজনক হলেও সময়ের সাথে সাথে বিতর্ক ও অব্যবস্থাপনার অভিযোগ বেড়েছে। বিশেষ করে সর্বশেষ আসরে বোর্ডের পর্ষদে ব্যাপক রদবদলের পরও বিপিএল নিয়ে সমালোচনা কমেনি। তবে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হওয়ার পর বিপিএলের হারানো জৌলুস ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমবারের মতো প্রতিষ্ঠিত ফার্মের সহযোগিতায় বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। কোন ফার্ম চূড়ান্তভাবে দায়িত্ব পাবে, তা এখনো নিশ্চিত না হলেও সবচেয়ে দক্ষ ও অভিজ্ঞ প্রতিষ্ঠানকেই বেছে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বোর্ড।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসর। এবার পুরনো ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি নতুন একটি বা একাধিক দল যুক্ত হতে পারে। এছাড়া বাড়বে ভেন্যুর সংখ্যা। আসন্ন প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়ে বিপিএলের প্রস্তুতি আরও গতি পাবে। ক্রিকেটপ্রেমীদের মাঝে ইতোমধ্যেই বিপিএলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে।

