images

স্পোর্টস / ক্রিকেট

টাকা না পেয়ে ম্যাচ বয়কটের ডাক সাকিবদের

স্পোর্টস ডেস্ক

২৪ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম

কেম্যান দ্বীপপুঞ্জে চলমান ম্যাক্স৬০ টি-১০ লিগে হঠাৎ করে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। টুর্নামেন্টে বাংলাদেশের সাকিব আল হাসান, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের মতো তারকা ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। তবে খেলোয়াড়দের পাওনা টাকা না মেলায় তারা ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। এর ফলে একদিনেই পাঁচটি ম্যাচ বাতিল করতে হয়েছে। 

খেলোয়াড়দের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রতিযোগিতা শুরুর ৩০ দিন আগেই অর্থ পরিশোধ করার কথা ছিল। কিন্তু এখনো তারা সেই টাকা পাননি। এ অবস্থায় তারা মাঠে নামতে অস্বীকৃতি জানান এবং বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন-৮ দলের এশিয়া কাপ সেপ্টেম্বর, জানা গেল আয়োজক

আরও পড়ুন- না ফেরার দেশে সাবেক টাইগার উইকেটরক্ষক-ব্যাটার

‘মিয়ামি ব্লেজ’ দলের অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন দারুণ ফর্মে। তিনি ছয় ম্যাচে ব্যাট হাতে করেছেন ৫২ রান, স্ট্রাইক রেট ১৫৭.৫৭, সর্বোচ্চ ইনিংস ৩৩ রান। বল হাতে নিয়েছেন ৫টি উইকেট, সেরা বোলিং ফিগার ২/১১। তার নেতৃত্বে দলটি ভালো অবস্থানে ছিল।

লিগটির আয়োজক সংস্থা দুবাইভিত্তিক বিএমপি স্পোর্টসের আচরণ নিয়েও উঠেছে প্রশ্ন। তারা একসময় ঘোষণা দিয়েছিল, ফাইনাল হবে ‘ক্যারিবিয়ান টাইগার্স’ ও ‘ভেগাস ভাইকিংস’-এর মধ্যে। কিন্তু বাকি ম্যাচগুলো না খেলেই এমন ঘোষণা দেয় তারা। পরে সেই পোস্ট সরিয়ে নিয়ে পঞ্চম স্থানে থাকা ‘গ্র্যান্ড কেম্যান ফ্যালকনস’-কে নিয়ে একটি ‘রানার-আপ প্লে-অফ’ আয়োজনের কথা জানায়, যা পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে।

আরও পড়ুন-পাকিস্তান-অস্ট্রেলিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

আরও পড়ুন-এশিয়ান কাপের ড্র পট চূড়ান্ত, বাংলাদেশের সঙ্গে আছে যারা

বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে আয়োজকদের কঠোর সমালোচনা করেছে। তারা এক বিবৃতিতে জানায়, ‘চুক্তিগুলোকে আয়োজকেরা যেন কাগজের টুকরো মনে করছে। আইসিসি অনুমোদিত ইভেন্টে খেলোয়াড়দের সুরক্ষার জন্য আরও কঠোর ব্যবস্থা প্রয়োজন।’

এখন পর্যন্ত আয়োজক সংস্থা বিএমপি স্পোর্টস কোনো ব্যাখ্যা দেয়নি বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।