images

স্পোর্টস / ক্রিকেট

৮ দলের এশিয়া কাপ সেপ্টেম্বর, জানা গেল আয়োজক

স্পোর্টস ডেস্ক

২৪ জুলাই ২০২৫, ০৩:০০ পিএম

এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর, চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই ও আবু ধাবিতে।

টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষেই আসতে পারে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা।

আরও পড়ুন- 
না ফেরার দেশে সাবেক টাইগার উইকেটরক্ষক-ব্যাটার
পাকিস্তান-অস্ট্রেলিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
এশিয়ান কাপের ড্র পট চূড়ান্ত, বাংলাদেশের সঙ্গে আছে যারা

এবারের আসরে অংশ নিচ্ছে মোট আটটি দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওমান, হংকং এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর। 

এসিসির বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে বিভিন্ন দেশের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভায় সরাসরি অংশ নিচ্ছে না, তারা অনলাইনে অংশ নেবে।

সম্প্রতি বাংলাদেশ-ভারতের মধ্যকার রাজনৈতিক টানাপোড়নের কারণে সাদা বলের সিরিজ স্থগিত হয়ে যায়। এরই প্রভাব পড়ে এসিসি সভাতেও। বিসিসিআইয়ের মতো শ্রীলঙ্কা ও আফগানিস্তানও সরাসরি ঢাকায় আসতে অপারগতা প্রকাশ করে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কূটনৈতিকভাবে বিষয়টি সামলে নিয়েছে।