স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৫, ০৭:৪২ পিএম
আজ ২১ জুলাই সকালে রাজধানী ঢাকার উত্তরা এলাকায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (এফ-৭ বিজেআই মডেল) দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শুধু সাধারণ মানুষই নয়, দেশের ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক শোকবার্তায় জানায়, 'মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বিসিবি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।'
আরও পড়ুন-উত্তরায় বিমান বিধ্বস্ত, যে অনুরোধ জানালেন তামিম ইকবাল
এ ঘটনা ছুঁয়ে গেছে দেশের ক্রিকেটারদেরও। মাশরাফি বিন মর্তুজা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি লিখেন, উত্তরায় প্রশিক্ষন বিমান বি-ধ্ব-স্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভ-য়া-বহ এই দু-র্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।
এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই— হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দু-র্ঘ-টনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।
আরও পড়ুন-উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ভেঙে পড়েছেন মাশরাফিরা
এছাড়া বিমানবাহিনীর বিমান দূর্ঘটনায় শোক প্রকাশ ও সেই সঙ্গে সংবাদকর্মীদের এক অনুরোধও করেছেন তামিম ইকবাল। তামিম লিখেন, যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বি*ধ্ব*স্ত।

তিনি আরও লিখেন, আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আ*ক্রা*ন্ত বাচ্চাদের র*ক্তা*ক্ত ও আ*হ*ত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।
উত্তরায় বিমান দুর্ঘটনার এ ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শাহিন আফ্রিদিও। তারকা এই পেসার এক্সে লিখেন, হৃদয়বিদারক ও মর্মান্তিক এক ঘটনা। ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করছি। অলৌকিক কোনো কিছুর প্রত্যাশা করছি, ভুক্তভোগী পরিবারগুলো যেন দৃঢ় থাকতে পারে সেই কামনা।