images

স্পোর্টস / ক্রিকেট

আইপিএলের ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে শিরোপা জিতবে যে দল

স্পোর্টস ডেস্ক

০৩ জুন ২০২৫, ০২:৩৭ পিএম

দীর্ঘ দুই মাসের রোমাঞ্চকর ক্রিকেট যুদ্ধ শেষে অবশেষে নির্ধারিত হয়ে গিয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর দুই ফাইনালিস্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং পঞ্জাব কিংস। একদিকে রয়েছেন বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি, যারা প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফরম্যান্স করে পঞ্জাব কিংসকে পরাজিত করে ফাইনালে ওঠে। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে শ্রেয়স আইয়ারের দল পঞ্জাব কিংস।

প্রথমে ফাইনাল ম্যাচটি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে আয়োজন করার কথা থাকলেও, শেষ মুহূর্তে বিসিসিআইয়ের সিদ্ধান্ত বদলে ফাইনাল স্থানান্তরিত হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বিশ্বের বৃহত্তম এই ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে আইপিএলের ১৮তম আসরের মেগা ফাইনাল।

আরও পড়ুন- প্রথম আসরে ছিল ৪.৮ কোটি, আইপিএল চ্যাম্পিয়নের প্রাইজমানি এখন কত?

আরও পড়ুন- ঈদের ছুটিতে আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে, কখন

তবে উত্তেজনার মাঝে অনিশ্চয়তার নাম ‘আবহাওয়া’। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ৩ জুন আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৫০ শতাংশ। এ কারণে তৈরি হয়েছে উদ্বেগ। কেননা বৃষ্টির কারণে যদি ম্যাচ বাতিল হয়, তাহলে কী হবে?

বিসিসিআই জানিয়েছে, ফাইনাল ম্যাচের জন্য অতিরিক্ত দুই ঘণ্টা সময় রাখা হয়েছে যাতে বৃষ্টি থামলে খেলা চালানো যায়। যদি ৩ জুন কোনোভাবেই ম্যাচ শেষ করা না যায়, তাহলে ৪ জুন রাখা হয়েছে একটি রিজার্ভ ডে।

রিজার্ভ ডেতেও যদি খেলা শুরু বা শেষ করা না যায়, তাহলে লিগ টেবিলের শীর্ষে থাকা দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। অর্থাৎ, গ্রুপ পর্বে যেই দল ভালো পারফরম্যান্স করে টেবিলের ওপরে ছিল, তারাই পাবে ট্রফি।