আজ রাতে (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জমে উঠবে আইপিএল ২০২৫-এর ফাইনাল। রাজস্থান রয়্যালস বা চেন্নাই সুপার কিংস নয়, শিরোপার জন্য এবার মুখোমুখি দুই ‘চিরঅপেক্ষার’ দল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংস। ম্যাচটা শুধু মাঠে নয়, মাঠের বাইরেও বড় রকমের এক লড়াই- বহু কোটি টাকার পুরস্কারের জন্য!
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ আইপিএল শুধু খেলার জন্য নয়, অর্থনৈতিক দিক থেকেও বিশাল এক প্ল্যাটফর্ম। চ্যাম্পিয়নশিপ ট্রফির সঙ্গে জোটে বিশাল প্রাইজমানি, যা বদলে দিতে পারে পুরো দলের, সাপোর্ট স্টাফের এমনকি উদীয়মান তারকাদের ভবিষ্যৎ।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ঈদের ছুটিতে আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে, কখন
আরও পড়ুন- আইপিএলের ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে শিরোপা জিতবে যে দল
চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি, আর রানারআপের ঘরে যাবে ১৩ কোটি রুপি। এ ছাড়াও থাকছে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট, উদীয়মান খেলোয়াড়সহ বেশ কিছু পারফরম্যান্স ভিত্তিক পুরস্কার। যদিও এই অঙ্ক ২০২২ সাল থেকেই অপরিবর্তিত।
তবে ২০০৮ সালের প্রথম আসরের তুলনায় তা বিশাল। আইপিএলের প্রথম সংস্করণ শুরু হয় ২০০৮ সালে। তখন চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ৪.৮ কোটি রুপি, রানার্সআপ দলের ২.৪ কোটি রুপি।
বিজ্ঞাপন
তবে আজকের রাত শুধুই টাকার হিসাব না, এই ম্যাচ একেবারে ইতিহাস গড়ার সুযোগ। আইপিএলের ১৫ বছরের ইতিহাসে এবারই প্রথম নতুন কোনো দল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমবার ট্রফি জয়ের পর, সবগুলো শিরোপাই গেছে পুরনো চ্যাম্পিয়নদের ঘরে। আজ সেই ধারায় ছেদ পড়বে নিশ্চিতভাবেই।
আরসিবি এখন পর্যন্ত তিনবার (২০০৯, ২০১১, ২০১৬) ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া করেছে। পাঞ্জাব কিংসের ক্ষেত্রে সুযোগ এসেছিল একবারই, ২০১৪ সালে। এরপর তারা দীর্ঘ সময় প্লে-অফে জায়গা পেতেই পারেনি।
তবে চলতি আসরে দুই দলই সমালোচকদের ভুল প্রমাণ করে জায়গা করে নিয়েছে ফাইনালে। আইপিএলের ইতিহাসে নতুন নাম লেখাতে প্রস্তুত এখন ব্যাঙ্গালোর কিংবা পাঞ্জাবের কেউ একজন। তবে এর মধ্যে নতুন এক দুশ্চিন্তা, আহমেদাবাদে বৃষ্টির আশঙ্কা। ম্যাচ কি আদৌ হবে পুরোটা? নাকি ভাগ্যে আসবে ভাগাভাগি? বৃষ্টির হুমকি শুধু উত্তেজনাই বাড়াচ্ছে আরও।

