স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২৫, ১২:২২ পিএম
প্যারিস সাঁ জারমাঁর (পিএসজি) জন্য শনিবারের রাতটা স্মরণীয় হয়ে থাকবে। ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে ফরাসি ক্লাবটি। ইউরোপিয়ান কাপ আর চ্যাম্পিয়নস লিগের ৭০ বছরের ইতিহাসে ফাইনালে এত বড় জয়ের রেকর্ড আর কেউ গড়তে পারেনি।
এর আগে ফ্রেঞ্চ কাপ আর লিগ ওয়ান জিতেছিল পিএসজি। এবার চ্যাম্পিয়নস লিগ ট্রফি ঘরে তুলে প্রথমবারের মতো ঐতিহাসিক ট্রেবলও করে ফেলল দলটি। তবে শুধু ট্রফি জয় নয়, পিএসজি কোচ লুইস এনরিকে’র জন্য রাতটা আরও বেশি আবেগঘন হয়ে ওঠে কারণ সেই রাতে তাঁর প্রয়াত মেয়ে জানার প্রতি ছিল এক দারুণ শ্রদ্ধার্ঘ্য।
আরও পড়ুন- পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জেতা নিয়ে মুখ খুললেন এমবাপে
আরও পড়ুন- জোড়া গোল আর দুই অ্যাসিস্টে মেসির ইতিহাস
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় এই ফাইনাল অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল একটি ছবি। যে ছবিতে দেখা যায় বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে। কোমরে হাত দিয়ে মাঠে দাঁড়িয়ে। মিটিমিটি হাসছেন। একটু দূরেই তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে জানার হাতে বার্সেলোনার লাল-নীল-হলুদ পতাকা। বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরের মুহূর্ত ছিল সেটি।
তবে এনরিকের মেয়ে জানা আর পৃথিবীতে নেই, ২০১৯ সালে হাড়ের ক্যানসারে মারা যায় সে, তখন তার বয়স মাত্র নয় বছর। সেই কষ্ট এখনও বুকের ভেতর বয়ে বেড়ান এনরিকে। আর মেয়ে জানার জন্যই আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে চেয়েছিলেন এনরিকে। শনিবারের জয়ে শুধু সমর্থকরাই নয়, কোচ নিজেও বিশেষভাবে মেয়েকে স্মরণ করলেন।

ম্যাচে এনরিকে’র পরনে ছিল কালো টি-শার্ট, যেখানে আঁকা ছিল তাঁর আর মেয়ের একটি ছবির গ্রাফিক, যেখানে দেখা যাচ্ছে, বাবা-মেয়ে মিলে মাঠে বার্সেলোনার পতাকা গেঁথে দিচ্ছে। ফাইনাল শেষে ফরাসি সমর্থকেরাও বড় ব্যানার মেলে ধরলেন, সেখানে বাবা-মেয়েকে পিএসজির পতাকা গেঁথে দিতে দেখা গেল, ঠিক যেন এক দশক আগের বার্সেলোনা ছবির প্রতিফলন।
ফাইনালের আগেই এনরিকে জানিয়েছিলেন মেয়ের জন্য আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে চেয়েছিলেন তিনি। এনরিকে বলেছিলেন, ‘বার্লিনে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর আমার সঙ্গে তার একটি অবিশ্বাস্য ছবি মনে আছে। মাঠে বার্সেলোনার পতাকা পোঁতার ছবি। আশা করি, পিএসজির সঙ্গেও এটা করতে পারব।’ তিনি আরও বলেছিলেন, ‘আমার মেয়ে সেখানে (ফাইনাল) থাকবে না, শারীরিকভাবে থাকবে না। কিন্তু আধ্যাত্মিকভাবে থাকবে, আর এটা আমার কাছে গুরুত্বপূর্ণ।’

অবশেষে মেয়ের জন্য সেই স্বপ্ন পূরণ করতে পেরেছেন এনরিকে। আর শেষে এনরিকে বলেন, “এটা খুব আবেগঘন মুহূর্ত। ভীষণ সুন্দর যে সমর্থকরা আমাকে আর আমার পরিবারকে মনে রেখেছে। তবে আমাকে চ্যাম্পিয়নস লিগ জিততে হবে বা কোনো ম্যাচ জিততে হবে, এমন নয়, আমি সব সময়ই মেয়েকে মনে করি।” “ও আমার পাশে থাকে, আমাদের পরিবারকে সাহস জোগায়, আমি ওর উপস্থিতি অনুভব করি,” যোগ করেন স্প্যানিশ কোচ।
২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকেই চ্যাম্পিয়নস লিগের দিকে চোখ ছিল এনরিকে’র। তিনি বলেন, “পিএসজির ক্যাম্পাসে প্রথম দিন যখন এলাম, আমার ফরাসি ভাষা আজকের থেকেও খারাপ ছিল! কিন্তু আমি সেদিনই বলেছিলাম, আমার মূল লক্ষ্য হলো ক্লাবের ট্রফি ক্যাবিনেটটা ভরিয়ে তোলা।”
“শুধু একটাই ট্রফি বাকি ছিল, চ্যাম্পিয়নস লিগ। এবার সেটা পাওয়া হয়ে গেল। আমরা সাহস দেখিয়েছি, এবং সেটা সম্ভব করেছি। এখন ট্রফি আমাদের, আর কাল সেটা আমাদের সঙ্গে বাড়ি ফিরবে,” বলেন এনরিকে।