সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জোড়া গোল আর দুই অ্যাসিস্টে মেসির ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ১১:০২ এএম

শেয়ার করুন:

জোড়া গোল আর তিন অ্যাসিস্টে মেসির ইতিহাস

লিওনেল মেসি আর ইন্টার মায়ামি যেন ঠিক সময়েই ছন্দে ফিরেছে। পরের মাসে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের আগে শেষ ম্যাচেই তারা দুর্দান্ত ৫-১ গোলের জয় তুলে নিল কলম্বাস ক্রুর বিপক্ষে। মিয়ামির মাঠে শনিবার রাতে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি একাই করলেন দুই গোল, সঙ্গে তিনটি অ্যাসিস্ট- মনে করিয়ে দিলেন গত বছরের সেই ম্যাচ, যেখানে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে করেছিলেন এক গোল আর পাঁচ অ্যাসিস্ট! এই পারফরম্যান্সে মেসি ঢুকে গেলেন এমএলএসের রেকর্ডবইয়ে।

মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এমএলএস ইতিহাসে এক মৌসুমে দুইবার এক ম্যাচে পাঁচ বা তার বেশি গোলে অবদান রাখলেন মেসি। এর আগে একমাত্র রেকর্ড ছিল ডিয়েগো রোসির, এলএএফসির হয়ে।


বিজ্ঞাপন


দুই গোলের পাশাপাশি মেসি অ্যাসিস্ট করেছেন তাদেও আলেন্দে, লুইস সুয়ারেজ আর ফাফা পিকল্টের গোলগুলোতেও। টানা তিন ম্যাচে অপরাজিত (দুই জয়, এক ড্র) থেকে এখন মায়ামি বেশ আত্মবিশ্বাসী। কোচ হাভিয়ের মাসচেরানো সংবাদ সম্মেলনে বলেন, “সে (মেসি) স্পষ্টতই ইতিহাসের সেরা খেলোয়াড়। যখন ও খুব বেশি উজ্জ্বল না, তখন আমাদের বুঝতে হবে আসলে আমরা কোথাও ব্যর্থ হচ্ছি। এটাই সত্যি। এই মানুষটার প্রতি সম্মান সেখানেই- সে যা করে, আমরা তা করতে চাই, কিন্তু পারি না।”

মায়ামির এই উত্থান কিন্তু হঠাৎ নয়। এর আগে টানা আট ম্যাচে সব ধরনের প্রতিযোগিতায় মাত্র একটিতে জিতেছিল দলটা, আর সেটিও ক্রুর বিপক্ষে। গত ১৯ এপ্রিল, ক্লিভল্যান্ডের হান্টিংটন ব্যাংক ফিল্ডে ১-০ গোলে। মাসচেরানো বললেন, “এভাবে জয় পাওয়া অবশ্যই আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। এটা দেখায়, যদি আমরা সাহস দেখাই, মাথা ঠান্ডা রাখি, লড়াইয়ের ইচ্ছা রাখি, আমরা যে কারও সঙ্গে লড়তে পারি, অন্তত এমএলএসে।”

১৪ জুন ক্লাব বিশ্বকাপে মিশরের আল আহলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে মায়ামি। তবে মাসচেরানো এখানেও সাবধানী। “ক্লাব বিশ্বকাপ? সেটা ভিন্ন ব্যাপার,” বললেন তিনি।


বিজ্ঞাপন


দুইবার ক্লাব বিশ্বকাপ জেতা সাবেক আর্জেন্টাইন তারকা আরও বলেন, “আমাদের লক্ষ্য প্রথম ম্যাচটা জেতা। আমি সবসময় বলি, সামনে যে ম্যাচ, সেটাই মাথায় রাখি। সেটাই আসল লক্ষ্য। যদি প্রতিযোগিতার মানের সাথে আমরা মানিয়ে নিতে পারি, মাঠেই তা প্রমাণ করতে হবে।”

প্রথম ম্যাচের পর ১৯ জুন পর্তুগালের শক্তিশালী ক্লাব এফসি পোর্তোর মুখোমুখি হবে মায়ামি, ম্যাচ হবে আটলান্টা ইউনাইটেডের মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। তারপর ২৩ জুন গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে হার্ড রক স্টেডিয়ামে ব্রাজিলের পাওয়ারহাউস পালমেইরাসের বিপক্ষে খেলবে তারা।

মাসচেরানোর সতর্ক বার্তা, “আমাদের সৎ থাকতে হবে। প্রতিযোগিতার মান (ক্লাব বিশ্বকাপে) যা হবে, সেটা আমরা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ বা এমএলএসে পাইনি।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর