images

স্পোর্টস / ফুটবল

‘আমার ব্রাজিল রিয়াল মাদ্রিদের মতো খেলবে’

স্পোর্টস ডেস্ক

৩০ মে ২০২৫, ০১:০১ পিএম

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। শীর্ষে ৫ লিগের শিরোপা জিতেছেন তিনি। আর রিয়াল মাদ্রিদের হয়ে পেয়েছেন সর্বোচ্চ সফলতা। ক্লাবটির হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা ছাড়াও আরও অনেক শিরোপা উঁচিয়ে ধরেছেন তিনি। সেই আনচেলত্তিই এবার ব্রাজিল জাতীয় দলের কোচ হয়েছেন।

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সফলতা পায় নাআ প্রায় দুই যুগ হতে চলল। কোনোভাবেই সফলতা না পেয়ে অবশেষে আনচেলত্তিকে কোচ করে এনেছে সেলেসাওরা, উদেশ্য একটাই, হেক্সা মিশনে সফল হওয়া।

আরও পড়ুন- যেসব অনিয়মের কারণে বিসিবির সভাপতি পদ হারালেন ফারুক

আরও পড়ুন- বিসিবির পরবর্তী সভাপতি হতে চলেছেন যিনি

এদিকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে আনচেলত্তি বলেছেন, তিনি সেলেসাওদের রিয়াল মাদ্রিদের মতোই খেলাতে চান। চলতি মৌসুম শেষেই ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। তবে ক্লাব ফুটবলের সদ্য শেষ হওয়া মৌসুমে তিনি রিয়ালকে কোনো শিরোপাই জেতাতে পারেননি, লিগ শিরোপা হাতছাড়া হওয়া ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়ে রিয়াল।

আরও পড়ুন- এশিয়ান কাপ বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত, যাদের পেল বাংলাদেশ

এছাড়া বার্সেলোনার কাছে হেরে হারাতে হয়েছে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কোপার শিরোপাও। এই রিয়ালের মতোই কি আনচেলত্তি ব্রাজিলকে খেলাতে চান? না, ইতালিয়ান এই কোচ ব্রাজিলকে খেলাতে এর আগের মৌসুমের রিয়ালের মতো।

এর আগের মৌসুমে আনচেলত্তির অধীনে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে রিয়াল। আনচেলত্তি সে মৌসুমের রিয়ালের মতো খেলাতে চান ব্রাজিলকে, ‘আমার ব্রাজিল রিয়াল মাদ্রিদের মতো খেলবে। কিন্তু এ বছরের রিয়াল মাদ্রিদের মতো নয়, গত বছরের রিয়াল মাদ্রিদের মতো। আমি এটাই চাই। আমি জানি ব্যাপারটা নির্ভর করে খেলোয়াড়দের ওপর। মাঠে তাদের স্বস্তিতে থাকতে দিতে হবে। দলের শুধু একটি পরিচিতি থাকবে সেটা আমার অপছন্দ, আর তা স্মার্টও নয়।’

‘মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে বলেন, ‘এটা সহজ। ওরা বিশ্বের সেরা জাতীয় দল। আমি বলছি সে জন্য নয়, ওদের জার্সিতে পাঁচটি তারকা আছে। এখন আমার সামনে ষষ্ঠটি (বিশ্বকাপ) জেতানোর চ্যালেঞ্জ। ইতালি? এ মুহূর্তে আমার স্প্যালেত্তি তাঁদের কোচিং করাচ্ছেন এবং তিনি গ্রেট কোচ। তারা (ইতালি) আমাকে ডাকেনি, যেটা ব্রাজিল বহু আগেই করেছে।’