সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিসিবির পরবর্তী সভাপতি হতে চলেছেন যিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ১১:২৬ এএম

শেয়ার করুন:

বিসিবির পরবর্তী সভাপতি হতে চলেছেন যিনি

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে লেগেছিল পরিবর্তনের হাওয়া। এরই প্রভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) এসেছিল পরিবর্তন। বিসিবির নতুন সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। তবে নয় মাস যেতে না যেতেই আবার সংস্থাটিতে আসছে পরিবর্তন।

নানা অনিয়মের কারণে বিসিবির সভাপতি পদ হারিয়েছেন ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে। জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ফারুকের পরিচালক পদ বাতিল করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সভাপতির পদও আর থাকছে না তার হাতে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- যেসব অনিয়মের কারণে বিসিবির সভাপতি পদ হারালেন ফারুক

আরও পড়ুন- এশিয়ান কাপ বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত, যাদের পেল বাংলাদেশ

বিসিবির আটজন পরিচালক সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি দেন।

চিঠিতে ফারুক আহমেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ তোলা হয়েছে— স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি, বোর্ড পরিচালনায় একক সিদ্ধান্ত নেওয়া, চন্ডিকা হাথুরুসিংহেকে কাউকে না জানিয়ে অপসারণ, বিপিএলে ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে স্বচ্ছতার অভাব ও তালিকাভুক্ত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে কাজ না দেওয়া। 


বিজ্ঞাপন


image_20250529_231641961

এদিকে আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে কে হবেন বিসিবির সভাপতি তা নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে বিপুল আগ্রহ। জানা গেছে, বিসিবির নতুন সভাপতি হিসেবে দেখা যাবে, সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলকে।

ফারুক বিসিবি সভাপতি হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলর হয়ে। তার এই মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সংস্থাটি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে।

গতকাল রাতেই অনলাইন সভায় বিসিবি পরিচালকরা বুলবুলকে এনএসসি মনোনীত কাউন্সিলর হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সব ঠিক থাকলে আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বুলবুলই হতে চলেছে বিসিবির নতুন সভাপতি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর