images

স্পোর্টস / ফুটবল

আনচেলত্তিকে হোটেলে রাখতে যত টাকা খরচ করছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

২৭ মে ২০২৫, ০৩:০৮ পিএম

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম সেরা কোচ কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলকে বিদায় জানিয়ে এখন তিনি জাতীয় দলের ম্যানেজার। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। ২৬ মে দায়িত্ব নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের সেলেসাওদের দলও ঘোষণা করেছেন। এদিকে ব্রাজিলের আনচেলত্তি বর্তমানে অবস্থান করছেন রিও ডি জেনিরোর এক হোটেলে।

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর বারা দা তিজুকা অঞ্চলের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন আনচেলত্তি। ব্রাজিলের ফুটবল ফেডারেশনই জাতীয় দলের প্রধান কোচের থাকার জন্য এই ব্যবস্থা করেছে। তবে বিলাসবহুল এই হোটেলে বেশিদিন থাকবেন না আনচেলত্তি।

আরও পড়ুন-মাত্র ২ রানে গুটিয়ে গেল পুরো দল, হারল ৪২৪ রানে!

আরও পড়ুন-রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিয়ে যা বললেন আলোনসো

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, আনচেলত্তি এই হোটেলে থাকতে পারেন আনচেলত্তি। তার জন্য বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করবে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। তার আগ পর্যন্ত এই হোটেলে অবস্থান করবেন ইতালিয়ান এই কোচ।

Grand-Hyatt-Rio-de-Janeiro-P451-Swimming-Pool.16x9

এদিকে গ্র্যান্ড হায়াট হোটেলে আনচেলত্তি অবস্থান করছেন ডিপ্লোম্যাট স্যুইটে। এই ডিপ্লোম্যাট স্যুইটের আয়তন ১২০ বর্গমিটার। নিজের কক্ষ থেকেই সমুদ্র দেখতে পারবেন আনচেলত্তি। শুধু তাই নয়, আলাদা লিভিং রুম, ডাইনিং রুম, রান্নাঘর, বাথটাব ও টিভি রয়েছে।

আরও পড়ুন-১৬ বছর আগে করা সেই গোলই মেসির সবচেয়ে প্রিয়

আরও পড়ুন-চোখের জলে ডি ব্রুইনাকে বিদায় জানালেন গার্দিওলা

আনচেলত্তিকে এই হোটেলে রাখতে বড় অঙ্কের অর্থই খরচ করছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। এই হোটেল স্যুইটের জন্য দৈনিক ভাড়া দিতে হবে ৪ হাজার ২০০ ব্রাজিলিয়ান রিয়াল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৯০ হাজার ২৫৮ টাকা। অর্থাৎ, এই হোটেলে আনচেলত্তিকে রাখতে দিনপ্রতি প্রায় এক লাখ টাকা খরচ করতে হচ্ছে সিবিএফকে।