images

স্পোর্টস / ফুটবল

যে কারণে ব্রাজিল দলে নেই নেইমার, জানালেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

২৭ মে ২০২৫, ০২:৩৫ পিএম

আগামী মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য প্রথম দল ঘোষণা করেছেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। তবে ২৫ সদস্যের সেই দলে জায়গা হয়নি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমারের।

২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পান নেইমার। ছিঁড়ে যায় তার ক্রুসিয়েট লিগামেন্ট ও মেনিস্কাস। এরপর প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয় এই তারকাকে। আল-হিলাল ছেড়ে আবারও ব্রাজিলে ফিরে বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন তিনি। যদিও চোট কাটিয়ে ফেরার পর মাত্র দুটি ম্যাচ খেলেছেন, তাও একটিতে ছিলেন না শুরুর একাদশে।

আরও পড়ুন-বড় চমক দিয়ে আনচেলত্তির ব্রাজিল দল ঘোষণা, যারা থাকল-যারা বাদ

অনেকের ধারণা ছিল, আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচেই ফিরবেন নেইমার। কিন্তু নতুন কোচ জানিয়ে দিলেন, তিনি এখনই ঝুঁকি নিতে চাইছেন না। দল ঘোষণার সময় আনচেলত্তি বলেন, 'ভালো অবস্থায় থাকা খেলোয়াড়দেরই আমি দলে রাখার চেষ্টা করেছি। নেইমার মাত্রই ইনজুরি থেকে ফিরেছে। আমি তার সঙ্গে কথা বলেছি এবং আমরা একমত হয়েছি যে তাকে আরও সময় দেওয়া উচিত।'

আরও পড়ুন-বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশ দেবে বিসিবি

তিনি আরও বলেন, 'আমি নেইমারকে বিশ্বাস করি। আমার পরিকল্পনায় সে আছেন। আমরা চাই, সে সেরা ফর্মে থেকেই বিশ্বকাপে খেলুক।'

আরও পড়ুন-৮০০ ছুঁয়ে রোনালদো জানালেন, ‘অধ্যায় শেষ’

নেইমারের মতোই চোটের কারণে বাদ পড়েছেন জোয়েলিনটন, রদ্রিগো, এদারসন এবং মিলিতাও। তবে দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন ক্যাসেমিরো। আনচেলত্তির সাবেক এই শিষ্যকে নিয়ে তিনি বলেন, 'সে একজন দুর্দান্ত খেলোয়াড়। আমি একসময় তাকে কোচিং করাতে পেরে গর্বিত। ব্রাজিল দলে এমন খেলোয়াড়ের প্রয়োজন, যার মধ্যে নেতৃত্ব, অভিজ্ঞতা ও প্রতিভা আছে।'

আরও পড়ুন-‘আরব আমিরাতের কাছে হেরে মনোবল বেড়েছে বাংলাদেশের’

রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়রও ডাক পেয়েছেন নতুন দলে। ক্লাব ফুটবলে দুর্দান্ত হলেও ব্রাজিলের জার্সিতে এখনো নিজের সেরা ফর্ম দেখাতে পারেননি তিনি। আনচেলত্তির মতে, 'ভিনির আসল রূপ জাতীয় দলে এখনও দেখা যায়নি। তবে এবার সে নিজেকে প্রমাণ করবে। সে পরিশ্রমী ও লড়াকু। আমি নিশ্চিত, সে এবার ভালো করবে।'

তবে জাতীয় দলের হয়ে খেলার চাপই কখনও কখনও ব্রাজিলিয়ান তারকাদের পারফরম্যান্সে বাধা হয়ে দাঁড়ায় বলে মনে করেন এই ইতালিয়ান কোচ।