images

স্পোর্টস / ক্রিকেট

‘আরব আমিরাতের কাছে হেরে মনোবল বেড়েছে বাংলাদেশের’

স্পোর্টস ডেস্ক

২৭ মে ২০২৫, ০১:৪৮ পিএম

সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরে বাংলাদেশ দলকে ঘিরে চলছে প্রবল সমালোচনা। টাইগারদের এই হতাশাজনক পারফরম্যান্সে দেশের ক্রিকেটপ্রেমীরা যেমন ক্ষুব্ধ, তেমনি সাবেকরা দলের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে প্রধান কোচ ফিল সিমন্স পুরো বিষয়টি দেখছেন একেবারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তাঁর মতে, এই পরাজয় দলকে আরও বেশি অনুপ্রাণিত করতে পারে।

আগামীকাল থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে লিটনরা। গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে সংবাদমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টাইগার হেড কোচ ফিল সিমেন্স।

আরও পড়ুন-মাত্র ২ রানে গুটিয়ে গেল পুরো দল, হারল ৪২৪ রানে!

আরও পড়ুন-রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিয়ে যা বললেন আলোনসো

তিনি বলেন, ‘আরব আমিরাতের কাছে সিরিজ হেরে যাওয়াটা অবশ্যই কঠিন ছিল, কিন্তু মাঝে মাঝে এরকম পরাজয়ই দলকে চাঙ্গা করে তোলে। আমি আশাবাদী, এটি আমাদের খেলোয়াড়দের জাগিয়ে তুলেছে এবং এখন দলের মনোবল অনেক শক্ত।’

পাকিস্তান শক্ত প্রতিপক্ষ, তা আবার নিজেদের ঘরের মাঠে খেলবে তারা। সেই বাস্তবতা সামনে রেখে সিমন্স কোনও ফাঁদে পা দিতে রাজি নন। বরং প্রতিপক্ষের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই তিনি জানালেন, দলের লক্ষ্য স্পষ্ট এই সিরিজে জয়।

আরও পড়ুন-১৬ বছর আগে করা সেই গোলই মেসির সবচেয়ে প্রিয়

আরও পড়ুন-চোখের জলে ডি ব্রুইনাকে বিদায় জানালেন গার্দিওলা

সিমন্স বলেন, ‘আমি মনে করি সিরিজ জেতার একটা বড় সুযোগ সবসময়ই থাকে। আমাদের উচিত এখনই নিজেদের সেরা খেলাটা উপহার দেওয়া।’

এখন দেখার পালা, আমিরাতের হারার কথা ভুলে লিটনদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্দীপনায় ভর করে বাংলাদেশ কতটা ঘুরে দাঁড়াতে পারে পাকিস্তানের মাটিতে।