স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৫, ০৪:০৭ পিএম
আইপিএলের গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। অনেকে দলই ছিটকে গেছে ইতিমধ্যে, এখন পর্যন্ত জায়গা নিশ্চিত করেছে পাঞ্জাব, বেঙ্গালুরু ও গুজরাট । কিন্তু উত্তেজনার পারদ চড়ছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ঘিরে। বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানের দিল্লি এখনো টিকে আছে লড়াইয়ে, তবে অনেক সমীকরণের ওপর নির্ভর করছে তাদের ভাগ্য।
সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ছয় উইকেটে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে লখনউ সুপার জায়ান্টস। এর ফলে চার দলের প্লে-অফে ওঠার লড়াইয়ে এখন বাকি দুই নাম মুম্বাই ও দিল্লি।
আরও পড়ুন- |
পাকিস্তানি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন শহিদ আফ্রিদি |
‘সাকিব ভাই, আপনার উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে’ |
বাংলাদেশকে হারিয়ে ‘খুব খুশি’ ওয়াসিম |
১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। নেট রান রেট ০.২৬০। এক ধাপ ওপরে মুম্বাই ইন্ডিয়ান্সের সংগ্রহ ১৪ পয়েন্ট, নেট রান রেট ১.১৫৬। বুধবার দুই দল মুখোমুখি হবে মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেখানে হারলেই বিদায় নিতে হবে মুস্তাফিজদের।
তবে দিল্লি যদি মুম্বাইকে হারাতে পারে, তাহলে সুযোগ তৈরি হবে শেষ ম্যাচের জন্য। সেখানে প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। সে ম্যাচেও জয় পেলে ১৭ পয়েন্ট নিয়ে দিল্লির প্লে-অফ প্রায় নিশ্চিত হয়ে যাবে। কিন্তু পাঞ্জাবের বিপক্ষে হারলে তাকিয়ে থাকতে হবে মুম্বাইয়ের ফলাফলের দিকে।
আইপিএলে এবারের মৌসুমে মুস্তাফিজ যোগ দিয়েছেন মাঝপথে, অস্ট্রেলিয়ান ওপেনার জেক-ফ্রেজার ম্যাকগার্কের জায়গায়। ফলে বাংলাদেশের ক্রিকেটভক্তদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজের দল শেষ পর্যন্ত কতদূর যেতে পারে, তার অপেক্ষায় এখন পুরো বাংলাদেশ।
উল্লেখ্য, আইপিএলের প্লে-অফ পর্ব শুরুর কথা ২৯ মে। তবে ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার জেরে সাময়িক স্থগিত হয়েছে আসর, ফলে প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু নিয়ে রয়েছে অনিশ্চয়তা।