ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে সংযুক্ত আরব আমিরাত। টাইগারদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হারলেও দুর্দান্ত এক জয়ে দ্বিতীয় ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। গতকাল শারজায় টাইগারদের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত এক জয় পেয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশ আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পেয়েছিল ২০৫ রানের সংগ্রহ। লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের শতোর্ধ্ব রানের উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত গড়ে আরব আমিরাত। এক ওপেনার ৩৮ রান করে আউট হলেও আরেক ওপেনার মোহাম্মদ ওয়াসিমের ৪২ বলে খেলা ৮২ রানের সুবাদেই জয় পায় আরব আমিরাত।
বিজ্ঞাপন
বাংলাদেশকে হারানোর পথে ৯ চার আর ৫ ছয়ে ৮২ রান করে ওয়াসিম। এদিকে দলকে জিতিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগতিকদের অধিনায়ক ওয়াসিম বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। খুবই খুশি যে বাংলাদেশকে হারাতে পেরেছি। পারফরম্যান্স নিয়ে খুবই খুশি।’
বাংলাদেশ দুইশ এর বেশি রানের লক্ষ্য দিলেও শুরু থেকেই সবাইকে জয়ের আত্মবিশ্বাস জুগিয়েছেন বলেই জানিয়েছেন ওয়াসিম। তিনি বলেন, ‘সবাইকে আশা দিচ্ছিলাম যে আমরা এই রান তাড়া করে জিততে পারি। কারণ, এখানের কন্ডিশন আমাদের জানা। আমরা রান তাড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছিলাম।’
সেঞ্চুরি করার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত নিজের উইকেট বিলিয়ে দেওয়ার আফসোসের কথাও জানিয়েছেন ওয়াসিম। তিনি বলেন, ‘আমি আরও দীর্ঘ সময় খেলতে চেয়েছিলাম। তবে দুর্ভাগ্যবশত উইকেটটা উপহার দিয়ে এলাম। আমাদের শেষ অব্দি আশা ছিল। ধ্রুব একটা ছক্কা মারল। হায়দার একটা ছক্কা মারল। সৌভাগ্যবশত আমরা জিতলাম।’

