images

স্পোর্টস / ক্রিকেট

২০০৮ থেকে শুরু করে ২০২৫ সালেও আইপিএলে খেলছেন যে ৯ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

২২ মার্চ ২০২৫, ০৩:০৯ পিএম

বিশ্বজুড়েই এখন টি-টোয়েন্টি ক্রিকেটের বেশ জনপ্রিয়তা। আর টি-টোয়েন্টি জনপ্রিয় হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। সবচেয়ে বড় এবং জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি লিগের অষ্টাদশ আসর শুরু হচ্ছে আজ থেকে। ক্রিকেটের জমজমাট এ উৎসব ঘিরে তাই দর্শকদের মনে তুমুল আগ্রহ উদ্দীপনা।

২০০৮ সালে প্রথমবারের মত মাঠে গড়িয়েছিল আইপিএল। তখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এ ধারণাটি ছিল একেবারেই নতুন। তবে ১৭ বছর আগে শুরু হওয়া সেই টুর্নামেন্ট এখন নানা রকম পরিবর্তনের পর ক্রিকেটের অন্যতম বড় এক ব্র্যান্ডে পরিণত হয়েছে।

আইপিএলে নানা রকম পরিবর্তন এলেও একটি বিষয় এখনো রয়েছে অপরিবর্তিত। আর তা হলো একেবারে প্রথম আসর থেকে শুরু করে এবারের আসরেও খেলছেন মহেন্দ্র সিং ধোনি। তবে শুধু ধোনি নয়, ভারতের সাবেক এই অধিনায়ক ছাড়াও এ তালিকায় আছেন আরও ৮ ক্রিকেটার।

চলুন দেখে নেওয়া যাক ২০০৮ থেকে শুরু করে ২০২৫ সালেও আইপিএলে ক্রিকেটার হিসেবে খেলবেন কোন ৯ ক্রিকেটারঃ

379274.4

এ তালিকায় সবার উপরেই থাকবে ধোনির নাম। ভারতের সাবেক এই অধিনায়ক সব আসরেই খেলেছেন, তার অধীনে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। কিংবদন্তি এই ক্রিকেটার ২৬৪ ম্যাচ খেলে করেছেন ৫ হাজার ২৪৩ রান।

ভারতের অন্যতম বড় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তিনিও ২০০৮ থেকে শুরু করে সবগুলো আসরেই খেলেছেন। শুরু থেকে এখন পর্যন্ত সব আসরেই কোহলি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়েই। ২৫২ ম্যাচ খেলে তিনি করেছেন ৮ হাজার ৪ রান রান।

380278.4

আইপিএলে সবচেয়ে বেশি ৫ টি করে শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই। তবে এ দুই দল সবচেয়ে বেশি শিরোপা জিতলেও একমাত্র রোহিত শর্মারই ৬টি শিরোপা জয়ের রেকর্ড আছে। ২০০৯ সালে তিনি চ্যাম্পিয়ন হন ডেকান চার্জার্সের হয়ে। তিনিও খেলেছেন আইপিএলের সব আসরেই।

379357.4

এছাড়া এ তালিকায় অবাক করার মত আরও একটা নাম মনীশ পান্ডে। বিভিন্ন সময় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা এ ক্রিকেটার এবার খেলবেন কলকাতার হয়ে। এছাড়া আজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং ইশান্ত শর্মা, ভারতের এই চার ক্রিকেটার শুরুর আসরেও খেলেছেন, খেলবেন এবারও। এ তালিকায় অবাক করার মত আরেকটি নাম স্বপ্নীল সিং। স্বপ্নীল আইপিএলে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন কেবল ১৪টি, গতবার আরসিবির অন্যতম সদস্য ছিলেন তিনি, খেলবেন এবারও। ২০০৮ সাল থেকেই আইপিএলে আছেন তিনি।

379776.4