স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ১০:৫৬ এএম
দুই দিন ধরে চলা আইপিএলের মেগা নিলাম শেষ হয়েছে গতকাল। বিশ্বের সবথেকে জনপ্রিয় এ ক্রিকেট লিগের ১০টি ফ্র্যাঞ্চাইজি কাড়িকাড়ি অর্থ নিয়ে নেমেছিল নিলাম যুদ্ধে। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের নিলাম।
এবারের নিলামে সবথেকে দামি ক্রিকেটার হয়েছেন রিশব পন্ত। শুধু তাই নয়, আইপিএলের ইতিহাসেরই সবথেকে দামি ক্রিকেটার হয়েছেন তিনি। সাতাশ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এর আগে অবশ্য এ রেকর্ড গড়েছিলেন শ্রেয়াস আইয়্যার। পৌনে সাতাশ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।
এদিকে গতবারের নিলামে সবথেকে দামি ক্রিকেটার হওয়া মিচেল স্টার্কের দাম এবার হয়েছে অর্ধেক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবার তাকে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে নিয়েছে দিল্লী ক্যাপিটালস।
দাম কমেছে স্যাম কারানেরও। ১৮ কোটির ইংলিশ এই অলরাউন্ডার এবার বিক্রি হয়েছেন ৩ কোটি ২০ লক্ষ টাকায়, তাকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এবারের নিলামে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে চড়া দামে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
শুধু তাই নয়, এবারের নিলামে দল পেয়েছেন ১৩ বছর বয়সের এক বিস্ময় বালকও। ১৩ বছরের এই খুদে ক্রিকেটারকে নিয়েই আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে রীতিমতো লড়াই হয়। নিলামের দ্বিতীয় ও শেষ দিন দল পেয়েছেন ভারতের আলোচিত ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছেন বৈভব। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লাখ টাকা। তারপর তাঁকে নিয়ে রীতিমতো লড়াই হয়। দিল্লি ক্যাপিটালসকে বিডিং ‘যুদ্ধে’ হারিয়ে ১ কোটি ১০ লাখ রুপিতে বৈভবকে দলে নেন রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস।
এদিকে ১৩ বছরের বৈভব দল পেলেও এবারের নিলামে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দলই। এদের মধ্যে আছেন ডেভিড ওয়ার্নারসহ আরও অনেকে। ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা চালিয়ে যাচ্ছেন। তবে এবার তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দলই। একই ভাবে কেইন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, ফিন এলেন, স্টিভ স্মিথের মতো আন্তর্জতিক ক্রিকেটের তারকা ক্রিকেটারদ কিনতে আগ্রহ দেখান্যনি কোনো দল।
শুধু তাই নয়, নিলাম থেকে দল পাননি ভারতের পৃথ্বী শ এবং সরফরাজ খানও। সরফরাজ ভারতের টেস্ট দলে অনেকটাই নিয়মিত হলেও তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। শাই হোপ, কেশব মহারাজ, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলের মতো অনেক তারকাই দল পাননি নিলামে। গতবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেললেও এবার দল পাননি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুল্কার।