গত বছর ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া। অজিদের বিশ্বকাপ জয়ের পরই বসে আইপিএলের মিনি নিলামের আসর। সেই নিলামেই আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক।
গতবারের নিলামে স্টার্ককে দলে নিতে ওঠেপড়ে লেগেছিল কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত তাকে দলে ভিড়িয়েছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে। তবে সবথেকে দামি ক্রিকেটার হলেও নিজের পারফর্ম্যান্স দিয়ে সেবারের আসর রাঙাতে পারেননি অজি এই পেসার।
বিজ্ঞাপন
আইপিএলের আগামী আসরের আগে স্টার্ককে আর ধরে রাখেনি কলকাতা। ফলে এবারের মেগা নিলামে নাম দিয়েছিলেন স্টার্ক। আর নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছে দিল্লী ক্যাপিটালস। তবে গতবারের মতো এবার আর চড়া দামে বিক্রি হননি স্টার্ক।
এবার স্টার্ককে দলে নিতে দিল্লীর খরচ হয়েছে ১১ কোটি ৭৫ লাখ রুপি। এর মানে গতবারের অর্ধেক দামে বিক্রি হয়েছে অজি এই পেসার।
আজ নিলামের শুরুতেই ছিলেন আর্শদীপ সিং। ১৮ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে তার পুরনো দল পাঞ্জাব। এই পেসারকে দলে নিতে বেশ আগ্রহী ছিল সানরাইজার্স হায়দরাবাদ, তবে শেষ পর্যন্ত আরটিএম কার্ড ব্যবধার করে তাকে নিয়েছে পাঞ্জাবই।
এদিকে নিলামে আজ রেকর্ড ভাঙা-গড়া হয়েছে শ্রেয়াস আইয়্যার ও রিশব পন্তকে নিয়ে। স্টার্কের রেকর্ড ভেঙে সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন আইয়্যার। তবে আইয়্যারের রেকর্ড ২০ মিনিটেই ভেঙে সবথেকে দামি ক্রিকেটার হয়েছেন পন্ত। তাকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

