স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০২৪, ১০:৪৮ এএম
নেইমার জুনিয়র মাঠে ফিরেছেন দুই সপ্তাহও হয়নি। গত বছর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে তিনি চোটে পড়েছিলেন, মারাত্মক চোটের পর তাকে অস্ত্রোপচার করাতে হয়েছে, মাঠে ফিরতেও সময় লেগেছে বেশ। এক বছর মাঠে বাইরে থাকার পর গত ২১ অক্টোবর আল হিলালের জার্সিতে মাঠে নামেন তিনি। তবে ফেরার দুই সপ্তাহের মাঝেই আবার চোটে পড়েছেন এই তারকা।
মাঠে ফেরার পর নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে গতকাল মাঠে নেমেছিলেন নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইস্তেঘাল এফসির বিপক্ষে মাঠে নেমেছিল আল হিলাল। এই ম্যাচেও শুরুর একাদশে ছিলেন না ব্রাজিলিয়ান এই তারকা। ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে নামেন তিনি।
তবে বদলি হিসেবে নেমেও তিনি পুরো সময় খেলতে পারেননি। এবার ডান পায়ের চোটে পড়েছেন নেইমার। মাঠে নামার ত্রিশ মিনিট যেতে না যেতেই মাঠে শুয়ে পড়েন নেইমার। এরপর তাকে তুলে নেন আল হিলালের কোচ।
নতুন করে চোটে পড়ায় ব্রাজিলিয়ান এই তারকাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনো জানা যায়নি। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এবার পেশির ইনজুরিতে পড়েছেন তিনি। এদিকে নেইমারের ফের চোটে পড়ার ম্যাচে অবশ্য জয়ের দেখা পেয়েছে আল হিলাল। আলেক্সান্ডার মিত্রোভিচের হ্যাটট্রিকে ইস্তেঘালকে ৩-০ গোলে হারিয়েছে সৌদি ক্লাবটি।
এদিকে গত ২ নভেম্বর নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে ব্রাজিল। চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে আসন্ন এই দুই ম্যাচের জন্য দলে ডাক পাননি নেইমার।
নেইমারকে না নেয়ার বিষয়ে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘আমরা তাড়াহুড়ো করে নেইমারকে দলে নিতে চাইনি। সে পুরোপুরিভাবে সুস্থ, তবে সে খুব বেশি খেলেনি, এ কারণেই তাকে দলে বিবেচনা করা হয়নি।’