ঘরের মাঠে লজ্জাজনক এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে ভারতের টেস্ট দলকে। গত ১২ বছর ধরে নিজেদের মাঠে টেস্ট সিরিজে অপরাজিত থাকার রেকর্ড তো খোয়াতে হয়েছেই, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটি হেরে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে ধবলধোলাই হওয়ার স্বাদও পেতে হয়েছে রোহিত শর্মার দলকে।
এদিকে টেস্টে উল্টো এক অভিজ্ঞতাই হয়েছে পাকিস্তানের। ম্যান ইন গ্রিনরাও ঘরর মাঠে লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে বন্দী ছিল। বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়ে সিরিজও হেরেছেন বাবর আজমরা। তবে ইংল্যান্ড সিরিজ দিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে শান মাসুদের দল।
বিজ্ঞাপন
ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে হারলেও পরের দুই ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান। আর এই জয়ের পথে বড় ভূমিকা রেখেছেন তিন স্পিনার নোমান আলী, সাজিদ খান ও জাহিদ মেহমুদ। শেষ দুই টেস্টে নোমান ও সাজিদ দুর্দান্ত খেলেছেন, ইংলিশদের ৪০ উইকেটের ২০টি নিয়েছেন নোমান, সাজিদ নিয়েছেন ১টি কম, বাকি ১টি উইকেটও নিয়েছেন আরেক স্পিনারই, জাহিদ।
এদিকে কিউইদের বিপক্ষে সিরিজে স্পিনেই ভারতীয় ব্যাটারদের দুর্বলতা প্রকাশ পেয়েছে। অ্যাজাজ প্যাটেল, মিচেল স্যান্টনাররা স্বাগতিকদের স্পিন ঘূর্ণিতে বেসামাল করেছে। এমন অবস্থায় পাকিস্তানের বিপক্ষে খেললে ভারতই হারবে বলে মনে করেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন।
গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজের প্রথম ওয়ানডেতে ধারাভাষ্যকার ছিলেন ভন ও শোয়েব আখতার। সেখানেই এই বীষয়ে কথা বলেছেন এ দুজন। ভন বলেন, ‘আমি ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ দেখতে চাই। এখন খেলা হলে স্পিন সহায়ক উইকেটে পাকিস্তান ভারতকে হারিয়ে দিতে পারে।’
আকরামও তাতে সায় দিয়েছেন, তিনি বলেন, ‘হ্যাঁ, স্পিন সহায়ক উইকেটে টেস্ট হলে ভারতকে হারিয়ে দেওয়ার সুযোগ আছে পাকিস্তানের। ওরা (ভারত) ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে।’

