স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ এএম
বর্তমানে ফুটবলের অন্যতম সেরা তারকাদের একজন নেইমার জুনিয়র। ব্রাজিলের এই পোস্টারবয়কে ক্যারিয়ারের পুরোটা সময়ই লড়াই করতে হয়েছে চোটের বিরুদ্ধে। বরাবরই তিনি লড়াইয়ে জয়ী হয়েই ফিরে এসেছেন, এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। গত বছরের অক্টোবরে চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন এই তারকা, এরপর অস্ত্রোপচার শেষে পুনর্বাসনের দীর্ঘ প্রক্রিয়া- সবকিছু শেষ করে পুরোপুরি ফিট হয়েই আবার মাঠে ফিরেছেন নেইমার, ফুটবল পায়ে জাদু দেখিয়ে রোমাঞ্চিত করেছেন দর্শকদের।
নেইমারকে তাঁর ভক্তরা সবশেষ খেলতে দেখেছিলেন গত বছরের অক্টোবরে, ১৮ অক্টোবর ব্রাজিলের হয়ে খেলতে নেমে চোটে পড়েছিলেন এই তারকা। এসিএল চোটের সঙ্গে ছিল হাঁটুর মেনিসকাসের চোটও। এ কারণে অস্ট্রোপচারের পর সেরে ওঠতে সময়ও লেগেছে বেশি। তবে দমে যাননি ব্রাজিলের জার্সিতে সবথেকে বেশি গোল করা এই তারকা, বাধা উপেক্ষা করে তিনি ফিরে এসেছেন তারকার বেশেই, গতকাল ররাতে মাঠে নেমেছিলেন নিজের ক্লাব আল হিলালের জার্সিতে, খেলেছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে।
এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে আল আইনের বিপক্ষে গতকাল মাঠে নেমেছিল আল হিলাল। চোটে পড়ার আগে আল হিলালের হয়ে কেবল ৫টি ম্যাচ খেলেছিলেন নেইমার। দীর্ঘ চোট কাটিয়ে গতকালই আবার মাঠে নামেন তিনি।
৩৬৯ দিন দিন পর নেইমারকে ফের মাঠে নামতে দেখতে ভক্তদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত। এ সময় আবু ধাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামের গ্যালারিতে মেয়ে মাভিকে নিয়ে উপস্থিত ছিলেন ব্রুনা বিয়ানকার্দিও।
ম্যাচের ৭৭ মিনিটে নাসের আল-দাওসারির বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। এর আগেই অবশ্য আল আইনের জালে ৫ গোল দিয়েছিল আল হিলাল। নেইমার মাঠে নামার পরও বেশ কয়েকবারই গোলের সুযোগ তৈরি করেছেন, তবে শেষ পর্যন্ত গোলের দেখা পাননি তিনি। তবে সেলেসাও তারকা গোল না পেলেও তাকে মাঠে ফিরতে দেখেই বেশ উচ্ছ্বসিত ছিলেন দর্শকরা।
আল হিলাল শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নিয়েছে ৫-৪ গোলে। নেইমারের ক্লাবের হয়ে হ্যাটট্রিক করেছেন সালেম আল দাওয়াসারি, অন্যদিকে আল আইনের সুফিয়ান রাহিমিও করেছেন হ্যাটট্রিক।