বিদায়ী টেস্ট খেলতে লস অ্যানজেলেস থেকে দুবাই চলে এলেন সাকিব আল হাসান। দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ারের ইতি টানার স্বপ্ন পূরণ হওয়া যেন সময়ের ব্যাপার। কিন্তু হলো না, দেশ থেকে বার্তা দেয়া হলো তাকে নিরাপত্তা দেয়া যাবে না। দেশে এলে তার দায়িত্ব নেবে না সরকার। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের জন্য এ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। গেল বুধ ও বৃহস্পতিবার ক্ষণে ক্ষণে হলো নাটক। শেষ পর্যন্ত নিরাপত্তা সংকটের কারণে তিনি নিজেই দেশে না আসার সিদ্ধান্ত নিলেন।
এদিকে সাকিবের মিরপুর টেস্ট থেকে বিদায়ী হওয়া নিয়ে ক্রিকেট প্রেমী থেকে দেশের মানুষ দুই ভাগে বিভক্ত। সাকিবকে ঘরের মাঠ থেকে বিদায় দিতে চায় একদল মানুষ। অন্যদিকে সাকিব আওয়ামী লীগের রাজনীতিকরায় এবং ছাত্র আন্দোলনের সময়ে নিরব থাকায় আরেক দল এর বিরুদ্ধে।
বিজ্ঞাপন
এই দুই পক্ষ নিয়ে গতকাল (২০ অক্টোবর) চলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা। আজও মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শুরুর মাঝে সাকিব ইস্যুতে চলে নানা বিক্ষোভ। এরই মাঝে বাংলা টাইগার্সে এক ভিডিওতে সাকিব কিসের ইঙ্গিত দিয়ে জানালেন, যে গাছটা যত উঁচু, সে গাছে বাতাসটাও বেশি লাগে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা টাইগার্সের ভিডিওতে সাকিব বলেন, 'যে গাছে আম বেশি থাকে সে গাছে ইট বেশি পরে। আবার যদি বলি, যে গাছ যত উঁচু হয় সে গাছে বাতাস তত বেশি লাগে'
নেগেটিভ নিউজ ইস্যুতে সাকিব বলেন, 'আমার এত বছরের ক্যারিয়ারে অনেক নেগেটিভ নিউজ হয়েছে আমাকে নিয়ে, যতটা হওয়া আমার কাছে মনে হয় উচিত ছিলো না।'
বাংলাদেশের টি-টোয়েন্টিতে থেকে অবসর নিলেও দাপিয়ে খেলে যাচ্ছেন বাহিরের দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। চলতি বছরের জুলাই মাসে কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও সাকিব খেলেছেন বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে। সেখানেও দলের অধিনায়ক ছিলেন তিনি। দলকে নিয়ে গিয়েছিলেন এলিমিনেটর পর্বে।
এদিকে ২০২৩ সালে না খেলতে পারলেও ২০২২ সালে টি-টেন লিগের ষষ্ঠ আসরে সাকিব ছিলেন বাংলা টাইগার্সের অধিনায়ক। সেবার ৬ ম্যাচে ব্যাট হাতে ৪৬ রান এবং বল হাতে নেন ৪ উইকেট নেন তিনি।
২০২৪ সালে আবুধাবি টি টেন লিগের ৮ম আসর মাঠে গড়াবে ২১ নভেম্বর থেকে। খেলা হবে ২ ডিসেম্বর অব্দি। টুর্নামেন্টে থাকবে ৮ টি দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ইতোমধ্যেই শুরু হয়েছে ম্যাচগুলোর ক্রিকেট বিক্রি।

