স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ এএম
বিশ্ব ক্রিকেটে পাকিস্তানকে শক্তিশালি এক দল হিসেবেই বিবেচনা করা হয়। অসংখ্য কিংবদন্তি খেলেছেন ম্যান ইন গ্রিনদের হয়ে। শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, ইমরান খান, ইনজামাম উল হপক, শহিদ আফ্রিদি থেকে শুরু করে হালের বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদির মত ক্রিকেটারদের জন্ম পাকিস্তানে। তবে সাম্প্রতিক সময়ে দেশটির ক্রিকেটে যেন চলছে দুর্দশা।
রঙিন পোশাক থেকে শুরু করে লাল বলের ক্রিকেট- সব ফরম্যাটেই চলছে পাকিস্তানের দুর্দশা। গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ব্যর্থ হওয়া। এরপর অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়া। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত এবং যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে, বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। আর এবার ঘরের মাটিতে আরও এক লজ্জার শিকার হতে হলো বাবর আজমদের।
গতকাল রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টেও টাইগারদের কাছে হারায় দুই ম্যাচ সিরিজে ধবলধোলাই হতে হয়েছে ম্যান ইন গ্রিনদের। এদিকে পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে সাদা পোশাকে হোয়াইটওয়াশ করা দ্বিতীয় দল বাংলাদেশ।
এর আগে টেস্ট ইতিহাসে কেবল একবারই হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। সেটিও দুই বছর আগে। ২০২২ সালে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। সেই সফরে ইংলিশদের কাছেও ম্যান ইন গ্রিনরা হেরেছিল ৩-০ ব্যবধানে। এরপর কেবল বাংলাদেশই পেরেছে বাবর আজমদের এমন পরাজয়ের স্বাদ দিতে।