পাকিস্তানের বিপক্ষে চলমান এই সিরিজের আগে ম্যান ইন গ্রিনদের বিপক্ষে কখনোই টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। তবে ধারাবাহিক পরাজয়ের ইতিহাস বদলে নতুন অধ্যায়ের সূচনা করেছে টাইগাররা। স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে দশ উইকেটের জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচটিও ৬ উইকেটের ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা।
ফলে শান মাসুদদের বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। পাকিস্তান সিরিজ শেষে এবার আসন্ন ভারত সিরিজে চোখ রাখছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিজ্ঞাপন
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারানোর পুরস্কার বিতরণী মঞ্চে পরে শান্ত বলেন, 'পরের সিরিজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হারানোয় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। মুশফিকুর ও শাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে আছে। ভারতের মাটিতে ওদের অভিজ্ঞতা কাজে লাগবে। মেহেদি যে ভাবে রান করার পাশাপাশি উইকেট নিয়েছে সেটা ওকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। ভারতের বিরুদ্ধেই এই খেলাটাই খেলতে চাই। আশা করছি, রোহিতদেরও হারাব।'
এদিকে পাকিস্তানকে হারানোর কৃতিত্ব দলের প্রত্যেককে দিয়েছেন শান্ত। শুধু প্রথম একাদশ নয়, বেঞ্চে বসে থাকা ক্রিকেটারদের কথাও বলেছেন তিনি। শান্ত বলেন, “সকলে নিজেদের সেরাটা দিয়েছে। নিজের কাজ করেছে। বোলারেরা লম্বা স্পেল করেছে। ওপেনারেরা নিজের কাজ করেছে। শাকিব, মুশফিকুরদের কথা আর কী বলব? যে চার জন খেলতে পারেনি তারাও বাইরে থেকে দলকে সমর্থন করেছে। এটাই এই দলের শক্তি। সকলে সকলের জন্য খেলে।”
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। পেসারদের প্রশংসা করে টাইগার অধিনায়ক আরও বলেন, 'আমাদের পেসারদের বোলিং নীতি খুবই অসাধারণ ছিল এবং এই কারণেই আমরা এই ফল পেয়েছি। সবাই নিজেদের প্রতি সৎ থেকেছে এবং তারা জিততে চেয়েছে। আমি আশা করি, এটা বজায় থাকবে। সাদমান প্রথম টেস্টে যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত। এমনকি জাকিরও ইতিবাচকতা নিয়ে ব্যাট করেছে এবং আমাদের মোমেন্টাম এনে দিয়েছে।'
বাংলাদেশ এখনও পর্যন্ত ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট জিততে পারেনি। তালিকায় পাকিস্তানও ছিল। কিন্তু এই সিরিজে সেই পরিসংখ্যান বদলে গিয়েছে। সেই কারণে আত্মবিশ্বাস বেড়েছে শান্তদের। ভারতের বিপক্ষে সেটা কাজে লাগাতে চান তিনি। ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।