images

স্পোর্টস / ফুটবল

আর্জেন্টিনাকে ফাইনালে তোলার ম্যাচে মেসির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক

১০ জুলাই ২০২৪, ০৮:৫১ এএম

কোপা আমেরিকার এবারের আসরে দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। গ্রুপ পর্ব থেকেই যেন দাপুটে ফুটবলের পসরা সাজিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। নক আউট রাউন্ডেও পারফর্ম্যান্সের এ ধারা বজায় রেখছেন জুলিয়ান আলভারেজ- লাওতারো মার্তিনেজরা। সেমিফাইনালে আজ কানাডাকে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

এদিকে এবারের আসরে আর্জেন্টিনা দুরন্ত ঘোড়ার মত ছুটলেও কিছুটা যেন বিবর্ণ ছিলেন মেসি। গ্রুপ পর্বের পর কোয়ার্টার ফাইনালের ম্যাচেও গোলের দেখা পাননি তিনি। অবশ্য তাকে লড়তে হয়েছে চোটের বিপক্ষেও। তবে আসরে মেসির গোলখরা কেটেছে আজ। শেষচারের লড়াইয়ে গোলের দেখা পেয়েছেন তিনি। সেমিফাইনালে করা এই গোলে রেকর্ডবুকেও নাম লিখিয়েছেন ফুটবল জাদুকর।

 

কানাডার বিপক্ষে ম্যাচে আজ আর্জেন্টিনা এগিয়ে যায় জুলিয়ান আলভারেজের গোলে। ২২ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির এই তারকা। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়েছেন মেসি।

GSF58c8XYAAluVI

৫১ মিনিটে এঞ্জো ফার্নান্দেজের বাড়িয়ে দেয়া বা পায়ের শট নিয়ে জালের ঠিকানা খুঁজে নেন ফুটবল জাদুকর। এই দুই তারকার গোলেই ২-০ গলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা। এদিকে কানাডার বিপক্ষে ম্যাচে লক্ষ্যভেদ করে জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন ফুটবল জাদুকর।

জাতীয় দলের জার্সিতে সবথেকে বেশি গোল করা ফুটবলারদের তালিকায় দুই নম্বরে ছিলেন ইরানের ফুটবলার আলী দাঈ। ১০৯ গল নিয়ে দ্বিতীয় ছিলেন তিনি। আজ কানাডার বিপক্ষে করা গোলটি আর্জেন্টিনার জার্সিতে ১৮৬তম ম্যাচে মেসির ১০৯ তম গোল। ফলে জাতীয় দলের জার্সিতে সবথেকে বেশি গোল করাদের তালিকায় এখন যৌথভাবে আলী দাঈয়ের সঙ্গে দুইয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এদিকে এ তালিকায় সবার উপরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ মহাতারকার গোলের সংখ্যা ১৩০টি। ফাইনালে ওঠা আর্জেন্টিনার হয়ে পরের ম্যাচে আর একটি গোল করতে পারলেই দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এককভাবে নিজের করে নিতে পারবেন আর্জেন্টাইন অধিনায়ক।